মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
দূর থেকে তাকালেই দেখা যায় শিমের মাচায় সবুজের সঙ্গে দুলছে রঙিন ফুল। সাদা ও বেগুনি রঙের মনোমুগ্ধকর ফুলে প্রকৃতি সেজেছে দারুণ মুগ্ধতায়। মৌসুম শুরুর আগেই এমন মনোরম দৃশ্য চোখে পড়েছে চাঁদপুরের মতলব উত্তরের বিভিন্ন শিম বাগানে।
খোঁজ নিয়ে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকায় আগাম শিম চাষ করে ভালো ফলনের সম্ভাবনা দেখছেন উপজেলার চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রায় ২০০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। ইতিমধ্যে কিছু জমিতে শিম উত্তোলনও শুরু হয়ে গেছে। বাজারে বিক্রিও শুরু হয়েছে।
ছেংগারচর পৌরসভার ঢালীকান্দি গ্রামের কৃষক মোহাম্মদ আলী ও হানিরপাড় গ্রামের মামুন বলেন, মৌসুমের শুরুতেই বাজারে শাকসবজি তুলতে পারলে চাহিদা বেশি থাকে, দামও বেশি পাওয়া যায়। আগাম সবজি চাষ করতে হলে যেমন অর্থ খরচ হয়, তেমনি শ্রমও দিতে হয় বেশি।
ছেংগারচর পৌরসভার মোহাম্মদ আলী জানান, প্রতিবছরই আগাম শীতকালীন শিম চাষ করে থাকেন তিনি। এ বছরও ব্যাপকভাবে শিমের চাষ করা হয়েছে। দুই সপ্তাহ আগে থেকেই বাজারে বিক্রি করছেন ১২০ টাকা কেজি হিসেবে। শিম বিক্রি থেকে এ বছর প্রায় এক লাখ টাকা আয় হতে পারে বলে আশা করছেন তিনি।
এদিকে বর্তমানে শিমের আবাদে নানা উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয় কিছুটা বেশি বলে জানান কৃষকেরা। বীজ লাগানোর পর থেকে এক বিঘা জমিতে শিম আবাদ করতে বীজ, সার, বাঁশ, তার, শ্রমিক, সেচ খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা।
মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন,এ বছর প্রায় ২০০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। ইতিমধ্যে শিম উত্তোলন শুরু হয়ে গেছে এবং বাজারে বিক্রি হচ্ছে। অসময়ে শিমের দামটা বেশি পাওয়া যায়, এ জন্য কৃষকেরা আগ্রহী এবং লাভটা ভালো পচ্ছেন।
দূর থেকে তাকালেই দেখা যায় শিমের মাচায় সবুজের সঙ্গে দুলছে রঙিন ফুল। সাদা ও বেগুনি রঙের মনোমুগ্ধকর ফুলে প্রকৃতি সেজেছে দারুণ মুগ্ধতায়। মৌসুম শুরুর আগেই এমন মনোরম দৃশ্য চোখে পড়েছে চাঁদপুরের মতলব উত্তরের বিভিন্ন শিম বাগানে।
খোঁজ নিয়ে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকায় আগাম শিম চাষ করে ভালো ফলনের সম্ভাবনা দেখছেন উপজেলার চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রায় ২০০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। ইতিমধ্যে কিছু জমিতে শিম উত্তোলনও শুরু হয়ে গেছে। বাজারে বিক্রিও শুরু হয়েছে।
ছেংগারচর পৌরসভার ঢালীকান্দি গ্রামের কৃষক মোহাম্মদ আলী ও হানিরপাড় গ্রামের মামুন বলেন, মৌসুমের শুরুতেই বাজারে শাকসবজি তুলতে পারলে চাহিদা বেশি থাকে, দামও বেশি পাওয়া যায়। আগাম সবজি চাষ করতে হলে যেমন অর্থ খরচ হয়, তেমনি শ্রমও দিতে হয় বেশি।
ছেংগারচর পৌরসভার মোহাম্মদ আলী জানান, প্রতিবছরই আগাম শীতকালীন শিম চাষ করে থাকেন তিনি। এ বছরও ব্যাপকভাবে শিমের চাষ করা হয়েছে। দুই সপ্তাহ আগে থেকেই বাজারে বিক্রি করছেন ১২০ টাকা কেজি হিসেবে। শিম বিক্রি থেকে এ বছর প্রায় এক লাখ টাকা আয় হতে পারে বলে আশা করছেন তিনি।
এদিকে বর্তমানে শিমের আবাদে নানা উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয় কিছুটা বেশি বলে জানান কৃষকেরা। বীজ লাগানোর পর থেকে এক বিঘা জমিতে শিম আবাদ করতে বীজ, সার, বাঁশ, তার, শ্রমিক, সেচ খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা।
মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন,এ বছর প্রায় ২০০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। ইতিমধ্যে শিম উত্তোলন শুরু হয়ে গেছে এবং বাজারে বিক্রি হচ্ছে। অসময়ে শিমের দামটা বেশি পাওয়া যায়, এ জন্য কৃষকেরা আগ্রহী এবং লাভটা ভালো পচ্ছেন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫