Ajker Patrika

ডা. মুরাদের বিরুদ্ধে মামলা লক্ষ্মীপুরে

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৯
ডা. মুরাদের বিরুদ্ধে মামলা লক্ষ্মীপুরে

লক্ষ্মীপুরে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার করেছেন বিএনপির এক নেতা। জিয়া পরিবার এবং ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, নারীবিদ্বেষী এবং মর্যাদাহানিকর ভাষা ব্যবহারের অভিযোগে এই মামলার করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সদরের আমলি আদালতে মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমদ ফেরদাউস মানিক। মামলার অন্য আসামি হলেন-মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ।

মামলার বাদী অ্যাডভোকেট আহমদ ফেরদাউস মানিক বলেন, ‘নাহিদ ডা. মুরাদ হাসানের সাক্ষাৎকার গ্রহণ করেন। সেটি পরবর্তী সময়ে তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেন। ওই অনুষ্ঠানে উদ্দেশ্যমূলকভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন ডা. মুরাদ।

তিনি বলেন, ‘এটি শুধু জাইমার জন্য সম্মানহানিকর নয়, এটা পুরো নারী সমাজের জন্য অপমানজনক। তাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আমি মামলাটি দায়ের করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত