Ajker Patrika

দুই হোটেল থেকে গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১২: ০৬
দুই হোটেল থেকে গ্রেপ্তার ৮

অসামাজিক কার্যকলাপের অভিযোগে নগরীর খুলশীর দুটি হোটেল থেকে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে ওই এলাকার মোটেল সিক্স স্বর্ণালী ও রূপসী বাংলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর পর গতকাল রোববার তাঁদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তাঁদের মধ্যে রয়েছেন রূপসী বাংলা হোটেলের মালিক মো. নুরুল আবছার (৩৮) ও একই হোটেলের কর্মচারী মো. সেলিম (৪০), ইয়ানুর বেগম (৪০), জুঁই রায় (২৭) ও কোহিনুর আকতার (২৮)। অন্যরা হলেন মোটেল সিক্স স্বর্ণালীর কর্মচারী রেদোয়ান হোসেন ওরফে রেদোয়ান (২০), মো. রাজু (৩৭) ও আঁখি বেগম (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, খুলশী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমার নেতৃত্বে শনিবার রাতে এই অভিযান চালানো হয়। তবে সেখান থেকে কৌশলে পালিয়ে যান মোটেল সিক্স স্বর্ণালীর কথিত মালিক মো. সরোয়ার (৪৮) ও ব্যবস্থাপক আমান উল্লাহ (৫০)। পুলিশের মামলায় তাঁদেরও আসামি করা হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে খুলশীর বিভিন্ন আবাসিক হোটেল, গেস্ট হাউস ও ফ্ল্যাট বাড়িতে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছে একটি চক্র। এমন বহু ‘আস্তানা’য় পুলিশ বিভিন্ন সময় অভিযান চালালেও মোটেল সিক্স স্বর্ণালী ও রূপসী বাংলা ছিল ধরাছোঁয়ার বাইরে। পুলিশের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীকে ‘ম্যানেজ’ করে এসব অসামাজিক কার্যকলাপ চলে আসছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত