Ajker Patrika

চলে যাওয়াকেই সমাধান ভাবলেন তিনি!

পুঠিয়া প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৪: ২৩
চলে যাওয়াকেই সমাধান ভাবলেন তিনি!

রাজশাহী মহানগরের একটি রেস্তোরাঁর সামনে বিষপানের পর প্রকাশ্যে নিজের বুকে ছুরি বসিয়ে আত্মঘাতী যুবক বুলবুল আহমেদ ছিলেন রাজশাহী কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বুলবুল আহমেদের বাড়ি পুঠিয়া উপজেলার নয়াপাড়া গ্রামে। বাবার নাম আব্দুল মালেক। ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাদ আসর জানাযা শেষে পারিবারিক গোরস্তানে তাঁর লাশ দাফন করা হয়েছে। একমাত্র ছেলের এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা–মা।

গতকাল নয়াপাড়া গ্রামে গিয়ে জানা যায়, কিশোর বয়সে এক আত্মীয়ের প্রেমে পড়েন বুলবুল। এক সময় জানাজানি হয় বিষয়টি। বুলবুলদের পারিবারিক অবস্থা ভালো না থাকায় মেয়ের পরিবার মেনে নেয়নি এই সম্পর্ক। মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই মেয়েটিকে বিয়ে দেয় পরিবার। এরপর ভেঙে পড়েন বুলবুল। তবে চালিয়ে যান পড়াশোনা। অনার্স পাস করেন। ভর্তি হন মাস্টার্সে। এদিকে ওই মেয়েটি এখন এক সন্তানের মা। তিনিও ভর্তি হয়েছেন রাজশাহীর একটি কলেজে অনার্সে। সেই সূত্রে আবারও দুজনের যোগাযোগ। কখনো কখনো দেখাও হতো। গত মঙ্গলবারও এক রেস্তোরাঁয় গিয়েছিলেন তাঁরা। সঙ্গে ছিলেন মেয়েটির এক বান্ধবী। সেখানে বিয়ের প্রস্তাবে মেয়েটি সায় দেননি। পরে বাইরে বেরিয়ে এসে ওই কাণ্ড ঘটান বুলবুল।

দুপুরে বুলবুলের বাড়িতে গিয়ে দেখা যায়, অনেক মানুষের ভিড়। সবার চেহারায় শোকের ছায়া। তবে মঙ্গলবার ঠিক কী কারণে তিনি ওই ঘটনা ঘটালেন তার সঠিক কারণ জানাতে পারেননি স্বজনেরা।

রাজশাহী মহানগরের রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, বুলবুলের ঘটনায় কোনো পক্ষেরই অভিযোগ নেই। এ কারণে ওই দুই মেয়েকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার রাতেই পরিবারের কাছে দেওয়া হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত