Ajker Patrika

৭০ বছর পর দুই পরিবারের হার

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৯: ০৭
৭০ বছর পর দুই পরিবারের হার

ইউনিয়ন পরিষদের (ইউপি) নাম চন্দনবাড়ি। এটি পঞ্চগড়ের বোদা উপজেলার একটি ইউপি। দীর্ঘ ৭০ বছরে এই ইউপিতে প্রতিনিধিত্ব করেছেন দুটি পরিবারের সদস্যরা। কিন্তু চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নজরুল ইসলাম নামের এক প্রার্থী নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন।

চন্দনবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর করিম ও তাঁদের পরিবারের সদস্যরা ৭০ বছর ধরে বিভিন্ন সময় ইউপিটিতে চেয়ারম্যান পদে জয় পেয়ে আসছেন। একবার একজন হলে পরেরবার আরেকজন বিজয়ী হয়েছেন।

দীর্ঘদিন ধরে মোয়াজ্জেম হোসেন বাবুল শারীরিকভাবে অসুস্থ। চলাফেরা তেমন করতে পারছেন না। আরেক দিকে জাহাঙ্গীর করিম কয়েক বছর আগে মারা গেছেন। এরই মধ্যে নতুন করে আওয়ামী লীগ মনোনীত নজরুল ইসলাম জয় পাওয়ায় স্থানীয় জনগণ নতুন আশায় রয়েছেন। এবারের নির্বাচনে নজরুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাহাঙ্গীর করিমের ছেলে সাজ্জাদ করিম।

নবনির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘আমার এই জয়ের পেছনে সবচেয়ে যাঁর বেশি অবদান, তিনি হলেন বোদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুল। তাঁর অসাধারণ বক্তব্য ভোটারদের উদ্বুদ্ধ করেছে। তাঁর গোছালো বক্তব্য মানুষের মনে সাড়া জাগিয়েছে। বিশেষ করে ৪০ বছরের নিচে ভোটাররা বেশি আকৃষ্ট হয়েছে তাঁর বক্তব্যে। এই ভোটাররা আমাকে ভোট দিয়েছে বেশি। এ ছাড়া ধন্যবাদ দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেলমন্ত্রী এই এলাকার অভিভাবক নূরুল ইসলাম সুজনকে।’

এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর করিমের ছেলে সাজ্জাদ করিম আজকের পত্রিকাকে বলেন, ‘মানুষ আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। আমি মানুষের এত ভালোবাসা পাব কখনো ভাবিনি। বাবার আদর্শের পথ ধরে আমি এই এলাকার মানুষের পাশে থাকতে চাই। আমি হেরে গেছি, তাতে কোনো দুঃখ নেই। বিজয়ী প্রার্থী আমার কাছে সহযোগিতা চাইলে আমি হাসিমুখে তাঁকে সহযোগিতা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত