Ajker Patrika

স্বামীকে ভিডিও কল দিয়ে স্ত্রীর ‘আত্মহত্যা’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
স্বামীকে ভিডিও কল দিয়ে স্ত্রীর ‘আত্মহত্যা’

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে ভিডিও কল দিয়ে খাদিজা (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার আরিয়াবো এলাকায় এ ঘটনা ঘটে।

খাদিজা একই এলাকার আজাহার আলীর মেয়ে। সম্প্রতি তিনি তাঁর স্বামীর সঙ্গে ঝগড়া করে নিজ বাড়িতে চলে আসেন। সেই অভিমান থেকেই স্বামীকে ভিডিও কল দিয়ে আত্মহত্যা করেন বলে জানায় তাঁর পরিবার।

নিহতের পরিবার জানায়, এক বছর আগে রাজশাহী জেলার জিল্লুর রহমানের সঙ্গে বিয়ে হয় খাদিজার। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। কিছুদিন আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে খাদিজা তাঁর বাবার বাড়ি রূপগঞ্জে চলে আসেন। আসার পর থেকে স্বামী তাঁর কোনো খোঁজ-খবর নেন না। এই অভিমান থেকে শনিবার বিকেলে অভিমান করে স্বামীকে ভিডিও কল দেয়। কথাবার্তার একপর্যায়ে ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন খাদিজা।

স্বামী জিল্লুর দ্রুত খাদিজার পরিবারকে ফোন দিয়ে আত্মহত্যার খবর দিলে তাঁরা ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে। পরে খাদিজাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত