Ajker Patrika

দমকা হাওয়ায় শুয়ে পড়েছে ধান গাছ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৫: ৫৭
দমকা হাওয়ায় শুয়ে পড়েছে ধান গাছ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাতে শ শ বিঘা আমন ধানের খেত মাটিতে শুয়ে পড়েছে। গত শনিবার রাত ১২টায় বৃষ্টিপাতের সময় এ ঘটনা ঘটে। এতে ধানের শিষ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

গতকাল রোববার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে ধানখেত হেলে পড়ার চিত্র দেখা যায়।

শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামের কৃষক সহির আলী, নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের কৃষক শংকর চন্দ্র পাল জানান, ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় তাঁদের চার বিঘা জমির ধানসহ অনেক কৃষকের আমন খেত মাটিতে শুয়ে পড়েছে। ধানের জমিতে পানি জমে আছে। হেলে পড়া ধানের শিষ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

উপজেলা সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের মোসলেম উদ্দিন বলেন, ‘এমনিতেই এবার ধানে ব্যাপক পোকামাকড়ের উপদ্রব হয়েছে। এর ওপর দমকা হাওয়ায় আমার তিন বিঘা আমন ধানের খেত নষ্ট হয়ে পড়েছে। জমিতে পানি থাকায় ধান কাটতে পারছি না। এ কারণে ধান কাটা শ্রমিকেরা বেশি মজুরি দাবি করছেন।’

উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আসফিয়া শারমিন জানান, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৭৮০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। শনিবার রাতের বৃষ্টিপাত ও দমকা বাতাসে উপজেলায় ১৫০ হেক্টর আমন ধান মাটিতে হেলে পড়েছে। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা গিয়ে কৃষকদের হেলে পড়া ধান গাছগুলো ছোট করে আঁটি বেঁধে তুলে দেওয়ার পরামর্শ দিচ্ছেন। এতে ক্ষতির পরিমাণ কিছুটা কম হবে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত