Ajker Patrika

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা বহাল চান শিক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৩: ৫৯
স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা বহাল চান শিক্ষার্থীরা

কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান অনার্সের (সম্মান) পরীক্ষাসহ সব পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় স্থগিত পরীক্ষা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার নগরীর কান্দিরপাড় টাউন হলের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন কুমিল্লার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ৩০ জানুয়ারির মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত করা পরীক্ষার রুটিন না দেওয়া হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী ২৯ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষসহ বিভিন্ন বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার দাবিও জানান তাঁরা।

ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান রাসেল বলেন, ‘২০১৭ সালে অনার্সে ভর্তি হয়েছি। ২০২১ সালে অনার্সের সনদ শেষ করে মাস্টার্সে থাকার কথা। এখন ২০২২ সাল। এখনো তৃতীয় বর্ষে পড়ছি। আমরা চাই শিক্ষামন্ত্রী বিষয়টি বিবেচনা করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮ লাখ শিক্ষার্থীকে সেশন জট থেকে মুক্তি দেবেন।’

অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী নুসরাত জাহান ইশিতা বলেন, সাত বছরেও অনার্স শেষ করতে পারিনি। আমার মা নেই। বেকার হয়ে এখন পরিবার, দেশ ও মানুষের জন্য বোঝা হয়ে আছি। আমাদের অনেক সহপাঠী পড়ালেখা বন্ধ করে দিয়েছি। কেউ বিদেশ চলে গেছেন। অনেকের বিয়ে হয়ে যাচ্ছে।

মানববন্ধনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী আবু সুফিয়ান, ফয়সাল আহমেদ, নুশরাত জাহান ঈশিতা, মহিউদ্দিন আকাশ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত