Ajker Patrika

পুষ্টি সমন্বয় কমিটির ২ দিনের প্রশিক্ষণ সমাপ্ত

পীরগাছা প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২: ০৮
পুষ্টি সমন্বয় কমিটির ২ দিনের প্রশিক্ষণ সমাপ্ত

পীরগাছা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দুই দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার সমাপ্ত হয়েছে।

রংপুর পর্যটন মোটেলে সোম ও মঙ্গলবারের প্রশিক্ষণে সরকারের দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা ২০১৬-২০২৫, জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি পরিচালনা সহায়িকা এবং জেলা ও উপজেলা পর্যায়ে বহু খাতভিত্তিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া নিরাপদ খাদ্য, ভেজাল খাদ্য, দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা পূরণে বিভিন্ন অধিদপ্তরের কার্যক্রম এবং জানো প্রকল্পের সম্পৃক্ততা আলোচনায় জায়গা পায়।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় প্রশিক্ষণ কর্মশালাটি চলে। সহযোগিতায় ছিল ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নকৃত জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্প।

প্রশিক্ষণ উদ্বোধন করেছিলেন রংপুর সিভিল সার্জন ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যসচিব ডা. হিরম্ব কুমার রায়। এটি সঞ্চালনা করেন জানো প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মারুফ আহমেদ।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি শেখ শামসুল আরেফীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং কমিটির সদস্যসচিব মো. আবু আল হাজ্জাজ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর রংপুরের উপপরিচালক শেখ মো. সাইদুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সিরজুল হক, শিক্ষা কর্মকর্তা মোছা. রোকসানা বেগম, জানো প্রকল্পের মাল্টিসেক্টরাল গভর্নেন্স ম্যানেজার গোলাম রাব্বানী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত