Ajker Patrika

‘প্রধানমন্ত্রীর সিদ্ধান্তেই গাজীপুর আওয়ামী লীগ চলবে’

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২: ৩৩
‘প্রধানমন্ত্রীর সিদ্ধান্তেই গাজীপুর আওয়ামী লীগ চলবে’

প্রধানমন্ত্রী দলীয় ফোরামে সবার পরামর্শ নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সিদ্ধান্ত নিয়েছেন, সে আলোকেই গাজীপুর আওয়ামী লীগ চলবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০৩১ সালে বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন উপলক্ষে বেশ কিছু নতুন স্টেডিয়াম নির্মাণ ও বিদ্যমান স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ১৮৬ উপজেলায় মিনি স্টেডিয়াম প্রকল্প নির্মাণের অনুমোদন দিয়েছেন। এবং এ অর্থবছরে আরও ১৭১ উপজেলায় মিনি স্টেডিয়াম করার পরিকল্পনা রয়েছে।

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০-এ অংশগ্রহণকারী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খেলোয়াড় ও কোচদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মাহবুব উল ইসলাম, উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম, উপমহাপরিচালক (অপারেশন) মো. সামছুল আলমসহ সদর দপ্তর ও একাডেমির ঊর্ধ্বতন বিভিন্ন স্তরের কর্মকর্তা ও আনসার পরিবারের সদস্যরা।

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০-এ ১৩৩টি সোনা, ৮০টি রৌপ্য এবং ৫৭টি তামা পদক অর্জন করে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্রীড়া দল।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল পদক অর্জনকারী খেলোয়াড় ও কোচদের মধ্যে ফুল দিয়ে সংবর্ধনা জানান। মন্ত্রী পদকপ্রাপ্ত খেলোয়াড়দের প্রশংসা করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে আনসার ও ভিডিপি বাহিনীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত