Ajker Patrika

বেতন দাবিতে জাহাঙ্গীরের বাড়ির সামনে বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১০: ৫৫
বেতন দাবিতে জাহাঙ্গীরের বাড়ির সামনে বিক্ষোভ

গাজীপুর সিটি করপোরেশনের সদ্য বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের বাসার সামনে বিক্ষোভ করেছেন ট্রাফিক সহকারীরা। গতকাল শুক্রবার দুপুরে ৬ মাসের বকেয়া বেতনের দাবিতে তাঁরা এ বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা জাহাঙ্গীরের অধীনে সিটি করপোরেশনের বিভিন্ন সড়কে ট্রাফিক সহকারী হিসেবে কাজ করেছেন।

গতকাল দুপুরে ট্রাফিক সহকারীরা মহানগরীর হারিকেন এলাকায় জাহাঙ্গীর আলমের বাসভবনে অবস্থিত শিক্ষা ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে মহাসড়ক থেকে সরে যান তাঁরা। এরপর ফের তাঁরা কার্যালয়ের সামনের প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ করে।

বিক্ষোভকারীরা জানান, গত ৬ মাস যাবৎ তারা কোনো বেতন ভাতা পাচ্ছেন না। বিভিন্ন সময় বেতন চাইলে নানান অজুহাতে দেখিয়ে আসছিল কর্তৃপক্ষ। গতকাল তাদের বলা হয়েছে, ট্রাফিক সহকারীরা শিক্ষা ফাউন্ডেশনের কেউ না। তাই তাঁরা কোনো বেতন পাবেন না।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, শুক্রবার দুপুরে এক থেকে দেড় শ ট্রাফিক সহকারী বকেয়া বেতনের দাবিতে জাহাঙ্গীর আলমের বাসার সামনে বিক্ষোভ করে। এ সময় মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। আমি বলেছি, আগামী রোববার তাঁদের কাগজপত্র যাচাই করে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে। পরে তাঁরা আশ্বাস মেনে অবরোধ তুলে নেন।’

এ বিষয়ে জানতে জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত