Ajker Patrika

মৌলভীবাজার শহরে মশক নিধন অভিযান শুরু

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ৫৯
মৌলভীবাজার শহরে মশক   নিধন অভিযান শুরু

মৌলভীবাজারে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মাসব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভার উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।

প্রথম দিন শহরের কোর্ট রোডের ম্যাজিস্ট্রেট কলোনি থেকে এ কার্যক্রম শুরু করা হয়। পাঁচটি ফগার মেশিন ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সমন্বয়ে এ কাজ চলবে। কার্যক্রমে পৌর মেয়র ফজলুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর ও জেলা প্রশাসন এর কর্মকর্তারা।

পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান জানান, পর্যায়ক্রমে মাসব্যাপী পুরো শহরের মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান চলবে। শহর পরিচ্ছন্ন রাখতে নানা তৎপরতা পৌরসভার উদ্যোগে পরিচালনা করা হচ্ছে। নালা ও খালের ময়লা অপসারণ, নতুন করে ড্রেন রাস্তা নির্মাণসহ একাধিক উন্নয়নকাজ হবে।

এ সময় তিনি জনগণের উদ্দেশে বলেন, শহর পরিচ্ছন্ন রাখাসহ নাগরিকদের সচেতন হতে হবে। বিভিন্ন জায়গায় পলিথিন ফেলা, ছোট ছোট প্লাস্টিক বোতল, ডাবের খোসা ইত্যাদি নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। তবেই শহর পরিচ্ছন্ন থাকবে এবং মশা জন্মাবে না।

জেলা প্রশাসক মৌলভীবাজার মীর নাহিদ আহসান বলেন, এই শহরকে সুন্দর করার জন্য মেয়র বিভিন্ন ধরনের পদক্ষেপ নেন। পৌরসভা শুধু একা পারবে না, শহরের নাগরিকদের আন্তরিক এবং সচেতন হতে হবে। তবেই শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে এবং মশকমুক্ত করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত