Ajker Patrika

বঙ্গবন্ধু উদ্যানে ৫০ হাজার মানুষের শপথ

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১১: ৪২
বঙ্গবন্ধু উদ্যানে ৫০ হাজার মানুষের শপথ

বরিশালের ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে এক সঙ্গে নানা শ্রেণি-পেশার প্রায় ৫০ হাজার মানুষ শপথ নিয়েছেন। গতকাল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ শপথ পাঠে সিটি মেয়র, বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অংশ নেন ছাত্র, শিক্ষক, রাজনৈতিক নেতা-কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা। এ সময় পতাকা উড়িয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা।

শপথ শুরুর আগেই বঙ্গবন্ধু উদ্যানে বিকেল ৩টা থেকে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা আসতে শুরু করেন। ধীরে ধীরে উদ্যান জনমানুষে কানায় কানায় ভরে যায়। হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতিতে অন্যরকম চিত্র ফুটে উঠে বঙ্গবন্ধু উদ্যানে। এ সময় সবাই ছিল উৎফুল্ল। এর আগে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা লাল সবুজের জার্সি এবং পতাকা হাতে দলে দলে বঙ্গবন্ধু উদ্যানে প্রবেশ করেন।

শপথ পাঠে অংশ নিতে আসা বরিশাল নগরীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানায়, বিজয়ের ৫০ বছর উদ্‌যাপন ইতিহাস হয়ে থাকবে। যাদের জন্য এই পতাকা সেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে হবে। শিক্ষার্থীরা দেশের ইতিহাস ও ঐতিহ্য শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্য বই এবং বিভিন্ন অনুষ্ঠানে ফুটিয়ে তোলার দাবি জানায়।

বিএম কলেজের সহযোগী অধ্যাপক হুমায়ন কবির ছেলেকে নিয়ে আসেন বঙ্গবন্ধু উদ্যানে শপথ গ্রহণে। তিনি বলেন, ‘সন্তানকে দেশের ইতিহাস জানাতে বঙ্গবন্ধু উদ্যানে এসেছেন। এ বিজয় আমাদের। জাতি তাই বিশ্বে গর্ব করতে পারে।’

আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসাইন বলেন, প্রধানমন্ত্রী শপথ পাঠ করিয়ে দেশের উন্নয়ন ও জাতির ভবিষ্যতের দিক নির্দেশনা দিয়েছেন। এটি স্মরণীয় ও গৌরবের হয়ে থাকবে।

এ সময় বঙ্গবন্ধু উদ্যানে শপথ পাঠে অংশ নেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, রেঞ্জ ডিআইজি এস. এম আক্তারুজ্জাজামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ তালুকদার মো. ইউনুস, জেবুন্নেছা আফরোজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গির প্রমুখ।

এদিকে বাবুগঞ্জ উপজেলা স্টেডিয়ামে শপথ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সব পেশার মানুষ অংশ নেন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আরও ক্ষমতাধর হচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, দুর্বল হচ্ছে সুপ্রিম কোর্ট

উত্তরায় শিক্ষকের ডাস্টারের আঘাতে ছাত্র রক্তাক্ত, বিচারের দাবিতে বিক্ষোভ

মুহূর্তেই উধাও ৬ হাজার কোটি টাকা—৫ ইসলামী ধারার ব্যাংকের শেয়ার ‘শূন্য’ ঘোষণা

মুগদা-মান্ডা সড়ক: উচ্ছেদের পর ফের দখল

চট্টগ্রামে যুবদল কর্মী নিহত: মেয়রের ক্ষোভ ঝাড়া সেই ওসিকে বদলি

এলাকার খবর
Loading...