Ajker Patrika

খেলাকে কেন্দ্র করে ১০ জনকে কুপিয়ে জখম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৭
খেলাকে কেন্দ্র করে ১০ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার উপজেলার ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল শনিবার দুপুরে সোনারগাঁ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেহপুর দড়িকান্দি এলাকায় কুমারচর বনাম গাংকুলকান্দী গ্রামের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলার একপর্যায়ে গাংকুলকান্দি গ্রামের হানিফ মিয়ার সঙ্গে কুমারচর গ্রামের নুরে আলমের কথা-কাটাকাটি হয়।

খেলা শেষ হলে পরিকল্পিতভাবে গাংকুলকান্দি গ্রামের হানিফ মিয়ার নেতৃত্বে আউয়াল মিয়া, শরীফ মিয়া, অনিক মিয়া, শাহ আলী, সাইদুল মিয়া, মারুফ মিয়া, সানজিদ হোসেন, মুসা মিয়াসহ ১৫-২০ জনের একটি দল দা, ছেনা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে কুমারচর গ্রামের খেলোয়াড়দের ওপর হামলা চালায়। হামলায় রনি মিয়া, খোরশেদ মিয়া, রাসেল মিয়া, সাখাওয়াত মিয়া ও নূরে আলমসহ ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে নুরে আলমের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে আহত রনি মিয়ার মামা মোমেন মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত রনি মিয়া বলেন, ‘খেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে হত্যা করার উদ্দেশ্যেই তাঁরা আমাদের ওপর এ হামলা চালিয়েছে।’

অপর দিকে অভিযুক্ত হানিফ মিয়া বলেন, ‘তাদের পক্ষের লোকজনও আমাদের ওপর হামলা চালিয়েছে।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত