সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই দিনের টানা বৃষ্টিতে আলু, সরিষা, পেঁয়াজ, রসুন ও শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কৃষকের প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। বৃষ্টি চলে যাওয়ার ৫ দিন হয়ে গেলেও এখনো বেশির ভাগ জমির পানি শুকায়নি।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এখনো আলুর জমিগুলো পানির নিচে ডুবে রয়েছে। অনেকেই পাম্প মেশিন লাগিয়ে পানি সরানোর কাজ করছেন। এ ছাড়া অনেক শাকসবজির জমি একেবারেই নষ্ট হয়ে গেছে। এতে করে বেশির ভাগ কৃষকের মনোবল নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন তাঁরা। এ ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার ৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যার মধ্যে এখন পর্যন্ত প্রায় ৭ হাজার ৮০০ হেক্টর জমিতে আলু রোপণ করা হয়েছে। টানা বৃষ্টিতে প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সরিষা ৭০০ হেক্টর, পেঁয়াজ ৫ হেক্টর, রসুন ৪ হেক্টর, শাকসবজি ১০ হেক্টর ক্ষতি হয়েছে।
কৃষক মো. ইয়াসিন বলেন, ‘আমি এবার ৮৪০ শতাংশ জমিতে আলু রোপণ করেছি। আমার প্রায় ৯ লাখ টাকার ওপরে খরচ হয়েছে। বৃষ্টিতে আমার অনেক জমি পানিতে তলিয়ে গেছে। এতে আমার প্রায় ৬ লাখ টাকার মতন বীজ নষ্ট হয়ে গেছে। আমি এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি।’
স্থানীয় কৃষক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমার আলু এবং পেঁয়াজের জমি দুটোই নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে রোপণ করতে হবে। এতে আমার অনেক টাকা খরচ হয়ে যাবে। এখন সার, আলু বীজ, পেঁয়াজের বীজ অনেক দাম বেড়ে গেছে। এ বিষয়ে প্রশাসনের লক্ষ্য রাখা দরকার। যাতে করে সঠিক দামে বীজ পেতে পারি, এটাই আমাদের চাওয়া। তা না হলে এমনি আমরা মরে গেছি আরও মরে যাব।’
কৃষক জয়নাল আবেদীন বলেন, ‘কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হলো। প্রশাসনের লোকজন গুরুত্ব দিয়ে দেখছে না। তাঁরা কৃষকের খোঁজখবর নিচ্ছেন না। এখন সরকারের উচিত আমাদের প্রণোদনা দিয়ে নতুনভাবে যেন রোপণ করতে পারি, সেদিকে দৃষ্টি দেওয়া।’
উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, ‘নিম্ন চাপ এবং অসময়ে বৃষ্টির কারণে আলু চাষিদের ক্ষতি হয়েছে। তবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আলু বপন শুরু হয়েছিল। যে সব জমিতে আলুর গাছ বা লতাপাতা গজিয়েছে সেই জমিতে ক্ষতি হওয়ার পরিমাণ কম। আর যে সব কৃষক সপ্তাহখানেকের মধ্যে বীজ লাগিয়েছেন তাঁদের ক্ষতির পরিমাণ বেশি।’
মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই দিনের টানা বৃষ্টিতে আলু, সরিষা, পেঁয়াজ, রসুন ও শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কৃষকের প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। বৃষ্টি চলে যাওয়ার ৫ দিন হয়ে গেলেও এখনো বেশির ভাগ জমির পানি শুকায়নি।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এখনো আলুর জমিগুলো পানির নিচে ডুবে রয়েছে। অনেকেই পাম্প মেশিন লাগিয়ে পানি সরানোর কাজ করছেন। এ ছাড়া অনেক শাকসবজির জমি একেবারেই নষ্ট হয়ে গেছে। এতে করে বেশির ভাগ কৃষকের মনোবল নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন তাঁরা। এ ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার ৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যার মধ্যে এখন পর্যন্ত প্রায় ৭ হাজার ৮০০ হেক্টর জমিতে আলু রোপণ করা হয়েছে। টানা বৃষ্টিতে প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সরিষা ৭০০ হেক্টর, পেঁয়াজ ৫ হেক্টর, রসুন ৪ হেক্টর, শাকসবজি ১০ হেক্টর ক্ষতি হয়েছে।
কৃষক মো. ইয়াসিন বলেন, ‘আমি এবার ৮৪০ শতাংশ জমিতে আলু রোপণ করেছি। আমার প্রায় ৯ লাখ টাকার ওপরে খরচ হয়েছে। বৃষ্টিতে আমার অনেক জমি পানিতে তলিয়ে গেছে। এতে আমার প্রায় ৬ লাখ টাকার মতন বীজ নষ্ট হয়ে গেছে। আমি এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি।’
স্থানীয় কৃষক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমার আলু এবং পেঁয়াজের জমি দুটোই নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে রোপণ করতে হবে। এতে আমার অনেক টাকা খরচ হয়ে যাবে। এখন সার, আলু বীজ, পেঁয়াজের বীজ অনেক দাম বেড়ে গেছে। এ বিষয়ে প্রশাসনের লক্ষ্য রাখা দরকার। যাতে করে সঠিক দামে বীজ পেতে পারি, এটাই আমাদের চাওয়া। তা না হলে এমনি আমরা মরে গেছি আরও মরে যাব।’
কৃষক জয়নাল আবেদীন বলেন, ‘কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হলো। প্রশাসনের লোকজন গুরুত্ব দিয়ে দেখছে না। তাঁরা কৃষকের খোঁজখবর নিচ্ছেন না। এখন সরকারের উচিত আমাদের প্রণোদনা দিয়ে নতুনভাবে যেন রোপণ করতে পারি, সেদিকে দৃষ্টি দেওয়া।’
উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, ‘নিম্ন চাপ এবং অসময়ে বৃষ্টির কারণে আলু চাষিদের ক্ষতি হয়েছে। তবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আলু বপন শুরু হয়েছিল। যে সব জমিতে আলুর গাছ বা লতাপাতা গজিয়েছে সেই জমিতে ক্ষতি হওয়ার পরিমাণ কম। আর যে সব কৃষক সপ্তাহখানেকের মধ্যে বীজ লাগিয়েছেন তাঁদের ক্ষতির পরিমাণ বেশি।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫