Ajker Patrika

কলেজের ছাত্রাবাস থেকে অস্ত্রসহ চার যুবক গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৯: ২২
কলেজের ছাত্রাবাস থেকে অস্ত্রসহ চার যুবক গ্রেপ্তার

বরিশাল নগরীর সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রাবাস থেকে দেশীয় অস্ত্রসহ ৪ বহিরাগত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে বিষয়টি মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। চার যুবকদের জেলহাজতে পাঠিয়েছে আদালত।

আটক যুবকেরা হলেন নগরীর মুসলিম গোরস্থান রোডের রাফসান তালুকদার (২০), বটতলা আশ্রাফ সড়কের বাসিন্দা আজাদ সরদার (২৩), বটতলা শরীফ বাড়ির ফুয়াদ আলম (২৪) এবং গোড়াচাঁদ দাস রোডের মুমতাহিন রহমান (২৩)।

পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, কোতোয়ালি মডেল থানা-পুলিশের একটি দল শুক্রবার সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রাবাসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ব্যাডমিন্টন ব্যাগের মধ্য থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত