Ajker Patrika

আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৫: ১১
আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য

নরসিংদীর রায়পুরায় পরোয়ানাভুক্ত আসামি স্বপন মিয়াকে ধরতে গিয়ে জখম হয়েছেন রায়পুরা থানার উপপরিদর্শক মো. আরিফ রাব্বানীসহ দুই পুলিশ সদস্য। গত কাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর এলাকায় এই ঘটনা ঘটে।

স্বপন মিয়া উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর এলাকার বাসিন্দা।

রায়পুরা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে স্বপন মিয়াকে ধরতে উপপরিদর্শক আরিফ ফোর্স নিয়ে উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বপন ও তাঁর পরিবারের সদস্যরা দলবল নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এ সময় ধারালো দায়ের কোপে মো. আরিফ গুরুতর আহত হন। সঙ্গে থাকা কনস্টেবল আল আমিনও আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আরিফকে ঢাকায় পাঠানো হয়।

রায়পুরা থানার পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান বলেন, স্বপনের নামে ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গতকাল বিকেলে গ্রেপ্তার করতে গেলে স্বপনের নেতৃত্বে এসআই আরিফ ও ফোর্সের ওপর হামলা হয়। পরে গুরুতর আহত অবস্থায় আহত পুলিশ সদস্য আরিফকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান জানান, স্বপনের নামে ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা হয়েছে। আজ বিকেলে এসআই আরিফ ফোর্স নিয়ে আসামি ধরতে গেলে স্বপন ডাকাতের নেতৃত্বে তাদের ওপর হামলা হয়। পরে গুরুতর আহত অবস্থায় আহত পুলিশ সদস্য আরিফকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এক জন পুলিশ সদস্যের মাথায় কোপ লেগেছে। আরেকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাঁদের দুজনের চিকিৎসা চলছে।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, উপপরিদর্শক আরিফ রাব্বানীর মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকায় পাঠানো হয়েছে। আসামী স্বপন মিয়াকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের অন্য ব্যক্তিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত