Ajker Patrika

কুমিল্লার ২ শিল্পী পেলেন বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১২: ৪৪
কুমিল্লার ২ শিল্পী পেলেন বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় এ উৎসবের উদ্বোধন করা হয়। এতে নিজের সরকারি বাসভবন, গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সরকারপ্রধান।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর আয়োজন করে। অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষ থেকে যুক্ত ছিলেন কুমিল্লার আবৃত্তি শিল্পীরা।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক ও আবৃত্তি স্মারক দেওয়া হয়।

এতে সংগঠক ক্যাটাগরিতে কুমিল্লা জেলায় বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি এবং আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক হিসেবে বরেণ্য আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমন বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক পেয়েছেন।

প্রধানমন্ত্রীর পক্ষে কুমিল্লার জেলা প্রশাসক মো. কামরুল হাসান আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমনের হাতে স্মারক তুলে দেন।

কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফারহানা পৃথা, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মাহতাব সুমন, জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন প্রমুখ।

কুমিল্লা জেলার উৎসব সমন্বয়ের দায়িত্ব পালন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য মো. আল আমিন ও গোলাম মোস্তফা।

উৎসবের দ্বিতীয় দিন আজ শুক্রবার বিকেল চারটায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলীয় আবৃত্তি পরিবেশন করবে সংগঠনগুলো।

অনুষ্ঠানে সারা দেশের ৩৬৩টি আবৃত্তি সংগঠনের তিন হাজার নয় শত ছয়জন আবৃত্তিশিল্পী আবৃত্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আবৃত্তি সমন্বয় পরিষদভুক্ত কুমিল্লার নয়টি আবৃত্তি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সংগঠনগুলো হচ্ছে- আবৃত্তি সংসদ কুমিল্লা, ধ্বনিচিত্র, শব্দশ্রুতি, শাণিত উচ্চারণ, বাগব্যান্জনা, অনুপ্রাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার ও বাচিক বিকাশ কেন্দ্র কুমিল্লা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত