Ajker Patrika

জিনের বাদশা চক্রের চার সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৩১
জিনের বাদশা চক্রের চার সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহ শহরের খাজুরা গ্রামের এক নারীর কাছ থেকে মোবাইল ফোনে প্রতারণার মধ্যমে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তার চারজন জিনের বাদশা চক্রের সদস্য।

গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মিন্টু পদ্দারের ছেলে রায়হান হোসেন (২৫) ও তুহিন হোসেন (২০), একই গ্রামের আজল হকের ছেলে জিয়াউর রহমান (২২) ও শাকপালা গ্রামের নারায়ণ দাসের ছেলে মিলন দাস (৩৫)।

পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, গত বছরের ৩ নভেম্বর গভীর রাতে ওই নারীর মোবাইলে কল দেয় প্রতারক চক্রটি। বাড়ির পাশের পুকুরে ৭ কলস সোনা রাখা আছে, সেটা পেতে হলে জায়নামাজ ক্রয়ের জন্য হাদিয়া স্বরূপ ৫৬০ টাকা দাবি করে তারা। ওই নারী নগদ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দেন। পরে তাঁর কাছ থেকে হাতিয়ে দেন ৪ ভরি স্বর্ণালংকার ও ৬ লাখ টাকা। প্রতারণার বিষয়টি টের পেয়ে ওই নারী গত শুক্রবার সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। পরে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সূত্র ধরে প্রতারকদের চিহ্নিত করে গোবিন্দগঞ্জের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

গতকাল দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত