Ajker Patrika

ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১২: ৩৬
ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

বগুড়ার সদর উপজেলার একটি ছাত্রাবাস থেকে মিজানুর রহমান মুন্না (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার ভোরে সদরের কাটনারপাড়া এলাকার এক ব্যক্তির ছাত্রাবাস থেকে মুন্নার লাশ উদ্ধার করা হয়

মুন্নার বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দেওগ্রামে। তিনি বগুড়ার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বাইট পলিটেকনিকের চতুর্থ সেমিস্টারের ছাত্র ছিলেন।

মুন্নার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। তিনি জানান, মুন্না গত শনিবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যান। এর পর তাঁর রুমমেট ভোরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় মুন্নাকে দেখতে পান। এ সময় তাঁর চিৎকারে ছাত্রাবাসে থাকা অন্যরা ওই ওই ঘরে এসে পুলিশে খবর দেন। পরে সেখান থেকে মুন্নার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এসআই নজরুল আরও জানান, এক ছাত্রীর সঙ্গে মুন্নার প্রেমের সম্পর্ক ছিল। রাতে মিজানুর ওই মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। তাঁদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমিকার ওপর অভিমান করে রাতের কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মুন্না। এরপরেও লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত