Ajker Patrika

পটুয়াখালীতে প্রতীকী পদ্মা সেতু

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২২, ১০: ৪১
পটুয়াখালীতে প্রতীকী পদ্মা সেতু

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে পটুয়াখালীতে চলছে নানা প্রস্তুতি। পদ্মা সেতুর আদলে নির্মাণ করা হয়েছে ‘প্রতীকী পদ্মা সেতু’। দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। এ ছাড়া স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পটুয়াখালীতে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জানা যায়, পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে পটুয়াখালী জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে শহরের সার্কিট হাউসসংলগ্ন পুকুরের ওপর নির্মাণ করা হয়েছে এই প্রতীকী পদ্মা সেতু। যার দৈর্ঘ্য ৩০০ ফুট ও প্রস্থ ৫ ফুট। আর এই প্রতীকী সেতু এলাকায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট।

২৪, ২৫ ও ২৬ জুন তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, বর্ণিল আতশবাজি ও কনসার্ট। সব মিলিয়ে শহরজুড়ে এখন বইছে উৎসবের আনন্দ।

পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার বাসিন্দা শাহাদাত খান বলেন, ‘পৌর মেয়র ও ডিসির উদ্যোগে প্রতীকী পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। তাই আমার দুই ছেলেকে নিয়ে এই প্রতীকী সেতু দেখতে এলাম।’

পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ও ফেরিবিহীন সড়ক যাতায়াতের আনন্দে পটুয়াখালী পৌরসভা ওপেন কনসার্ট—মুক্তির উৎসবের আয়োজন করেছে।’

পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘পদ্মা সেতুর ফলে পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের মৎস্য, কৃষি ও পর্যটনশিল্পে পরিবর্তন ঘটবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত