Ajker Patrika

সবার ভাগে আম

তানোর প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২২, ১৬: ১৬
সবার ভাগে আম

কলেজ চত্বরের দুটি গাছে আম ধরেছে। সেগুলো বিক্রি না করে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। পেয়েছেন শিক্ষকেরাও। এতে সবার ভাগেই পড়ে আম।

গতকাল শনিবার তানোর পৌরসভা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (টিবিএম) কলেজে এভাবে আম বিতরণ করা হয়। অধ্যক্ষ অসীম কুমার শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে আম তুলে দেন। এর আগে গাছ দুটি থেকে আম পাড়া হয়।

একাদশ শ্রেণির ছাত্র আমিনুল, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বিজলী টুডুসহ একাধিক শিক্ষার্থী বলে, কলেজ কর্তৃপক্ষের এমন উদ্যোগে তারা অভিভূত। আজকাল শিক্ষাপ্রতিষ্ঠানের গাছের আম বিক্রি করে দেওয়া হয়। সেখানে অধ্যক্ষ নিজ হাতে কলেজের গাছের আম শিক্ষার্থীদের দিয়েছেন, এটা তাদের খুব ভালো লেগেছে।

কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রেজাউল ইসলামসহ একাধিক শিক্ষক-কর্মচারী বলেন, সত্যিই এটি সুন্দর একটি উদ্যোগ। আগে কখনো এমনভাবে কলেজের গাছের আম সবার মধ্যে বিতরণ করা হয়নি। এতে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে সম্পর্ক আরও ভালো হবে।

কলেজের অধ্যক্ষ অসীম কুমার বলেন, ‘কলেজের আমগাছ, তাই কলেজের সবার খাওয়ার অধিকার আছে। আর সবাই মিলেমিশে খাওয়ার মজাই আলাদা।’

টিবিএম কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, মৌসুমি ফল আম শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিতরণ অবশ্যই ভালো একটি উদ্যোগ। কলেজ চত্বরের বাকি আম পাকলে একইভাবে বিতরণ করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত