Ajker Patrika

টিকা নিয়ে ১৬ শিক্ষার্থী হাসপাতালে

বরগুনা প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৩: ৫৮
টিকা নিয়ে ১৬ শিক্ষার্থী হাসপাতালে

করোনার টিকা নেওয়ার পর বরগুনায় ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের সবাইকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে বরগুনা জিলা স্কুলের টিকা কেন্দ্রে টিকা নেওয়ার পরপরই এ ঘটনা ঘটে। চিকিৎসা বিভাগ জানিয়েছে, করোনা টিকাগুলো ফাইজারের প্রথম ডোজ।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে রিমু, লিজা, কারিমা, কলিলা, মীম, জুই, মারিয়া, ইলমাসহ ১২ জন পাথরঘাটা সরকারি হাজি জালাল উদ্দিন মহিলা কলেজের এইচএসসির শিক্ষার্থী। বাকি ৪ জন একই উপজেলার মাজহারুদ্দিন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থী।

মাজহারুদ্দিন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, দুপুর ১২টার দিকে টিকা নেওয়ার পরপরই শিক্ষার্থীরা একে একে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি ইউএনও, সিভিল সার্জন, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন সবাইকে ফোনে জানান। পরে ওই শিক্ষার্থীদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত