Ajker Patrika

সৎমাকে মারধর ঘরে তালা

উজিরপুর প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৬: ০০
সৎমাকে মারধর ঘরে তালা

জমিসহ আধা-পাকা দোকানঘর দখল করতে বরিশালের উজিরপুর পৌর সদরে সৎমাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এমনকি সৎমা রাশিদা বেগমের (৪০) দোকানসহ বসতঘরে লুটপাট চালিয়ে তাতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে আহত রাশিদা বেগম বাদী হয়ে দুই সৎছেলে সোহেল ও স্বপন এবং তাঁদের মামা রাজ্জাক সরদারের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে থানা সূত্রে জানা গেছে, সৎছেলেদের পক্ষ থেকেও একটি অভিযোগ দেওয়া হয়েছে।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মামুন জানিয়েছেন, শুনেছেন এমন একটি ঘটনা ঘটেছে ও আহত মহিলাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

রাশিদা বেগমের অভিযোগ সূত্রে জানা যায়, আলমগীর হাওলাদার তার পৈতৃক সম্পত্তিতে (পৌর সদরের লিচুতলা) একটি আধা পাকা টিনশেড দোকানঘর নির্মাণ করে দ্বিতীয় স্ত্রী রাশিদাকে নিয়ে বাস করতেন। দোকানঘরটির সামনের অংশে চা বিক্রি করতেন রাশিদা বেগম । ২০১২ সালে আলমগীর হাওলাদার দোকানঘরটি স্ত্রী রাশিদা বেগমকে লিখে দেন। আলমগীর হাওলাদার ২০২০ সালে মারা যান। সম্প্রতি ওই জমিসহ দোকানঘর দখলের জন্য রাশিদাকে ভয় দেখাতে শুরু করেন দুই ছেলে সোহেল ও স্বপন এবং তাদের মামা রাজ্জাক সরদার। তাঁদের বিরুদ্ধে ২০২১ সালের ১০ অক্টোবর বরিশাল বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন রাশিদা।

ভুক্তভোগী রাশিদা বেগম জানান, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোকানঘরে গিয়ে ছেলে সোহেল, স্বপন, তাদের মামা রাজ্জাক সরদার ও সোহেলের স্ত্রী বকাবকি করেন। এর প্রতিবাদ করায় মারপিট করতে থাকে। পরবর্তীতে দুই সৎ ছেলেসহ অন্যরা নগদ টাকা ও মালামাল নিয়ে দোকানঘরে তালা লাগিয়ে দেয়।

রাশিদা বেগমের সৎ ছেলেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

উজিরপুর মডেল থানার ওসি মো. আলী আর্শাদ জানান, ওই নারী ও তার প্রতিপক্ষরা পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। তদন্ত চলছে, ঘটনার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত