Ajker Patrika

বেরোবিতে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু

রংপুর প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৪: ২২
বেরোবিতে  প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাই এই ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ১৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তির জন্য আবেদন করা যাবে।

এ বছর বেরোবির ছয়টি অনুষদভুক্ত ২২টি বিভাগে মোট ১ হাজার ৩৯৫ জন ছাত্রছাত্রী ভর্তি করা হবে। এর মধ্যে কলা অনুষদের তিন বিভাগে ২১৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ছয়টি বিভাগে ৩৭৫ জন ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত চারটি বিভাগে ৩০৫ জনকে ভর্তি করা হবে।

সেই সঙ্গে বিজ্ঞান অনুষদভুক্ত চারটি বিভাগে ২৮০টি, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত দুটি বিভাগে ১০০টি এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত দুটি বিভাগে ১২০টি আসনে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে।

এ ছাড়া এই সংখ্যার অতিরিক্ত পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, দেড় শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, এক শতাংশ প্রতিবন্ধী কোটা, দুই শতাংশ পোষ্য কোটা ও আধা শতাংশ দলিত কোটায় ভর্তি হওয়া যাবে।

আবেদন প্রক্রিয়াসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত