বগুড়া ও আদমদীঘি প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর ও আদমদীঘি থেকে অপহরণের শিকার তিন স্কুলছাত্রীকে পৃথক অভিযানে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আদমদীঘির ছাত্রীকে অপহরণের ৯ দিন পর গত শুক্রবার ঢাকা থেকে উদ্ধার করে পুলিশ। অপর দুই ছাত্রীকে অপহরণের তিন দিন পর শুক্রবার রাতে শাজাহানপুর থানা এলাকা থেকে উদ্ধার করে র্যাব। এ দুই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর মধ্যে শাহজাহানপুরের ঘটনায় দুজনকে আটক করে র্যাব। তাঁরা হলেন শেরপুর উপজেলার দরিবাংরা গ্রামের ইউসুফ আলী (২০) ও কালসীমাটি গ্রামের মোহাম্মদ আলী (১৯)।
বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন বলেন, ওই দুই ছাত্রীর বাড়ি শেরপুর ও শাজাহানপুর উপজেলায় হলেও কাছাকাছি। তারা একই স্কুলে পড়ে। একজন ষষ্ঠ ও অপরজন সপ্তম শ্রেণির ছাত্রী। তারা গত মঙ্গলবার বেলা ১১টার দিকে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরবর্তী সময়ে বাড়িতে না ফিরলে তাদের মা-বাবা শাজাহানপুর থানায় ও র্যাব-১২-এর বগুড়া ক্যাম্পে অপহরণের অভিযোগ করেন। এই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শাজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী ইউসুফ এবং রাত ১টার দিকে মোহাম্মদ আলীকে আটক করা হয়। তা ছাড়া তাঁদের জিম্মায় থাকা ওই দুই কিশোরী ছাত্রীকে উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা সোহরাব হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন স্বীকার করেন তাঁরা ছাত্রীদের অপহরণ করে বগুড়াসহ অন্যান্য জেলার বিভিন্ন স্থানে আটকে রেখেছিলেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে আদমদীঘির স্কুলছাত্রীকে অপহরণের ৯ দিন পর ঢাকা থেকে উদ্ধার এবং ‘অপহরণকারী’ সোহেল রানাকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, নবম শ্রেণির ওই ছাত্রী (১৪) প্রাইভেট পড়তে যাওয়ার পথে উপজেলার ডহরপুর গ্রামের সোহেল রানা প্রায়ই উত্ত্যক্ত করতেন। এই প্রেক্ষাপটে ২৩ ফেব্রুয়ারি সকালে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে সোহেল ও তাঁর সহযোগীরা তাকে একটি মাইক্রোবাসে তুলে বগুড়ার দিকে পালিয়ে যান। পরে তাকে ঢাকায় নিয়ে আসেন। এ ঘটনায় ছাত্রীর বাবা সোহেলসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন বলেন, গ্রেপ্তার সোহেলকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়ার শাজাহানপুর ও আদমদীঘি থেকে অপহরণের শিকার তিন স্কুলছাত্রীকে পৃথক অভিযানে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আদমদীঘির ছাত্রীকে অপহরণের ৯ দিন পর গত শুক্রবার ঢাকা থেকে উদ্ধার করে পুলিশ। অপর দুই ছাত্রীকে অপহরণের তিন দিন পর শুক্রবার রাতে শাজাহানপুর থানা এলাকা থেকে উদ্ধার করে র্যাব। এ দুই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর মধ্যে শাহজাহানপুরের ঘটনায় দুজনকে আটক করে র্যাব। তাঁরা হলেন শেরপুর উপজেলার দরিবাংরা গ্রামের ইউসুফ আলী (২০) ও কালসীমাটি গ্রামের মোহাম্মদ আলী (১৯)।
বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন বলেন, ওই দুই ছাত্রীর বাড়ি শেরপুর ও শাজাহানপুর উপজেলায় হলেও কাছাকাছি। তারা একই স্কুলে পড়ে। একজন ষষ্ঠ ও অপরজন সপ্তম শ্রেণির ছাত্রী। তারা গত মঙ্গলবার বেলা ১১টার দিকে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরবর্তী সময়ে বাড়িতে না ফিরলে তাদের মা-বাবা শাজাহানপুর থানায় ও র্যাব-১২-এর বগুড়া ক্যাম্পে অপহরণের অভিযোগ করেন। এই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শাজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী ইউসুফ এবং রাত ১টার দিকে মোহাম্মদ আলীকে আটক করা হয়। তা ছাড়া তাঁদের জিম্মায় থাকা ওই দুই কিশোরী ছাত্রীকে উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা সোহরাব হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন স্বীকার করেন তাঁরা ছাত্রীদের অপহরণ করে বগুড়াসহ অন্যান্য জেলার বিভিন্ন স্থানে আটকে রেখেছিলেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে আদমদীঘির স্কুলছাত্রীকে অপহরণের ৯ দিন পর ঢাকা থেকে উদ্ধার এবং ‘অপহরণকারী’ সোহেল রানাকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, নবম শ্রেণির ওই ছাত্রী (১৪) প্রাইভেট পড়তে যাওয়ার পথে উপজেলার ডহরপুর গ্রামের সোহেল রানা প্রায়ই উত্ত্যক্ত করতেন। এই প্রেক্ষাপটে ২৩ ফেব্রুয়ারি সকালে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে সোহেল ও তাঁর সহযোগীরা তাকে একটি মাইক্রোবাসে তুলে বগুড়ার দিকে পালিয়ে যান। পরে তাকে ঢাকায় নিয়ে আসেন। এ ঘটনায় ছাত্রীর বাবা সোহেলসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন বলেন, গ্রেপ্তার সোহেলকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫