Ajker Patrika

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

তেঁতুলিয়া ও পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৮: ০৮
তেঁতুলিয়ায়  দেশের সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকাল রোববার সকাল ৬টায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানা গেছে, হিমালয় থেকে ঠান্ডা বাতাস ধেয়ে আসছে। বইছে শৈত্য প্রবাহ। সন্ধ্যা থেকেই হাটবাজারসহ রাস্তাঘাট জনশূন্য হয়ে যাচ্ছে। দিন দিন তাপমাত্রা আরও কমে আসছে।

ডিসেম্বরের শুরু থেকে এই জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। পৌষ মাস পড়তে আরও কয়েক দিন বাকি। আবহাওয়া অধিদপ্তর বলছে পৌষ পড়লে তাপমাত্রা আরও কমতে শুরু করবে।

স্থানীয়রা জানান, দুই সপ্তাহ ধরে এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। দিনের বেলা সূর্য উঠলেও রোদের তাপ তেমন থাকে না। তীব্র শীত অনুভূত হচ্ছে।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, ‘আজ (রোববার) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। টানা ১৩ দিন ধরে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ মো. মনোয়ারুল ইসলাম জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে শিশুরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নানান রোগে। প্রতিদিন হাসপাতালে অনেক শিশুকে ভর্তি করা হচ্ছে। তবে শিশুদের জন্য পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত