Ajker Patrika

নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

পাবনা ও বেড়া প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১১: ৫১
নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরে ইউনিয়নের পেঁচাকোলা চারমাথা মোড় এলাকায় এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগের একাংশ একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন। এর আগে রোববার বিকেলেও বিক্ষোভ সমাবেশ হয়।

বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করে বলেন, ঐতিহ্যবাহী হাটুরিয়া-নাকালিয়া ইউপির আসন্ন নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে। তিনি দীর্ঘদিন এই ইউপির চেয়ারম্যান হলেও জনগণের ন্যূনতম প্রত্যাশা পূরণ করতে পারেননি। চেয়ারম্যানের গাফিলতি ও অবহেলার কারণে বর্তমান সরকারের উন্নয়নের বিন্দুমাত্র ছোঁয়াও পাননি এলাকাবাসী। আবারও তাঁকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় নৌকা সমর্থকদের মধ্যে হতাশা নেমে এসেছে। অবিলম্বে এই অযোগ্য ব্যক্তির মনোনয়ন পরিবর্তনের দাবি করেন তাঁরা।

বিক্ষোভ সমাবেশে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন হাঁটুরিয়া-নাকালিয়া ইউপির আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হামিদ সরকার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজর আলী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতোয়ার হোসেন, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক মনি মণ্ডল প্রমুখ।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, মোস্তাফিজুড় রহমানের বিরুদ্ধে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জন্মনিবন্ধনের জন্য জনগণের কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগ রয়েছে। এমন বিতর্কিত ব্যক্তিকে নৌকার মনোনয়ন পাওয়ায় ক্ষুব্ধ অনেকেই।

এ ব্যাপারে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যোগ্য ও জনপ্রিয়তার কারণেই আমাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়নবঞ্চিতদের উসকানিতে এ ধরনের কাজ করে দলের ও মানুষের মধ্যে ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত