Ajker Patrika

চার ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র ৩০ জন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৫: ১৭
চার ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র ৩০ জন

পঞ্চম ধাপের পিরোজপুরের মঠবাড়িয়ায় চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৪০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩০ জনই স্বতন্ত্র প্রার্থী। চার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৪ জন, ইসলামী আন্দোলনের হাতপাখায় ৪, দলীয় প্রতীকে জাতীয় পার্টির (এরশাদ) ১ ও জাতীয় পার্টি (জেপি) থেকে ১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ইতিমধ্যেই বিভিন্ন ইউনিয়নে নৌকা প্রতীকের কর্মীদের বিরুদ্ধে হাতপাখা, লাঙ্গল, বাইসাইকেল ও স্বতন্ত্র প্রার্থীদের কর্মীদের মারধর, প্রচারে বাধা ও প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রার্থীরা সংবাদ সম্মেলন করে নৌকার প্রার্থীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন।

প্রার্থীরা হলেন ২ নম্বর ধানীসাফা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদার, ৪ নম্বর দাউদখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. ফজলুল হক খান রাহাত, টিকিকাটা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন জমাদ্দার ও ১১ নম্বর বড়মাছুয়া ইউনিয়নে মোসা. আয়েশা আক্তার মনি। এ ছাড়া দলীয় প্রতীকে ধানীসাফা ইউনিয়নে মো. ইউসুব আলী মুন্সী (হাতপাখা); দাউদখালী ইউনিয়নে সেকান্দার আলী খান (লাঙল), আব্দুস শুক্কুর তালুকদার (বাইসাইকেল) ও মো. নূরুল ইসলাম মোল্লা (হাতপাখা); টিকিকাটা ইউনিয়নে মহিউদ্দিন আহমেদ লাবু মৃধা (হাতপাখা) এবং বড়মাছুয়া ইউনিয়নে জসিম হাওলাদার (হাতপাখা) প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর দিকে বাকি ৩০ জন স্বতন্ত্র প্রার্থী হলেন ধানীসাফায় রফিকুল ইসলাম, আবু জাফর হাওলাদার, আজিজুর রহমান, এ এইচ এম জামাল উদ্দিন, শহীদুল হক, ইউসুফ আলী সরদার, কাঞ্চন আলী শিকদার, মো. মামুন, সাইদুল মল্লিক ও মো. শামীম আহসান।

দাউদখালীতে জাহিদুল আলম শামীম, মো. আইউব আলী খান, মো. জাহাঙ্গীর খান, এ কে এম মাহমুদুল হাসান তৌফিক ও মুছা তালুকদার। টিকিকাটায় সুফী জহির উদ্দীন, মোসা. সালমা, মো. শহিদুল ইসলাম, মো. এনামুর রহমান ও মো. আব্দুল হালিম এবং বড়মাছুয়ায় বর্তমান চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার, কামরুজ্জামান স্বপন খান, দুলাল হাওলাদার, মাইনুল ইসলাম, মো. বশির আহমেদ, ছিদ্দিকুর রহমান, মো. আব্দুল লতিফ, মো. জামাল শিকদার, মো. হাবিবুর রহমান ও মো. নুরুল আমিন।

উপজেলা নির্বাচন অফিসার মো. নাজমুল হোসেন বলেন, ‘দু-একটি বিশৃঙ্খল ঘটনা ছাড়া এখন পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত