Ajker Patrika

প্রতিবন্ধী শিক্ষার্থীরা পাচ্ছে নতুন ভবন

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২২, ১৩: ৩০
প্রতিবন্ধী শিক্ষার্থীরা পাচ্ছে নতুন ভবন

রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসনকেন্দ্রের শিক্ষার্থীদের জন্য নতুন ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। গতকাল বুধবার প্রতিবন্ধী শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। ‘ঐতিহাসিক ৭ মার্চ’ উপলক্ষে গতকাল এই পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি বলেন, ‘প্রতিবন্ধীরা বোঝা নয়, তারা দেশের সম্পদ। প্রতিবন্ধী স্কুলের উন্নয়ন কর্মকাণ্ডে জেলা পরিষদের পক্ষ থেকে সুনজর থাকবে। শিক্ষার্থীদের জন্য একটি নতুন ভবন নির্মাণে শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

৭ মার্চ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল এই দিনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই; যা জাতি হিসেবে আমাদের কৃতজ্ঞতার সঙ্গে আজীবন স্মরণ রাখতে হবে’।

অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান। এর আগে তিনি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসনকেন্দ্রের আশপাশ ঘুরে দেখেন। এ সময় তিনি কেন্দ্রের বিভিন্ন সীমাবদ্ধতার বিষয়ে খোঁজখবর নেন। পরে জেলা পরিষদ থেকে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসনকেন্দ্রের সম্পাদক নুরুল আবছার, জেলা পরিষদের সাবেক সদস্য আনোয়ারা জসিম, রাঙামাটি বধির সমিতির সভাপতি কানু দাশ, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষকসহ শিক্ষার্থী ও অভিভাবকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত