Ajker Patrika

বাইসাইকেল পেলেন ৬৩০ গ্রাম পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৫: ২২
বাইসাইকেল পেলেন ৬৩০ গ্রাম পুলিশ

কুষ্টিয়া জেলায় কর্মরত ৬৩০ গ্রাম পুলিশকে নতুন বাইসাইকেল এবং পোশাক দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে গতকাল বুধবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে সামনে এসব বিতরণ করা হয়।

জেলা প্রশাসক (ডিসি) সাইদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ১২ পুরুষ গ্রাম পুলিশ এবং ৮ নারী মহিলা গ্রাম পুলিশের হাতে নতুন বাইসাইকেল এবং পোশাক তুলে দেওয়া হয়।

ডিসি বলেন, প্রাথমিকভাবে ২০ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে। পরে জেলার সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে বাকিদের কাছে সাইকেল এবং পোশাক পৌঁছে দেওয়া হবে।’

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ কুষ্টিয়ার উপপরিচালক মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোছা. শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আর এম সেলিম শাহনেওয়াজ, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন ‍কুমার বিশ্বাসসহ জেলা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত