Ajker Patrika

রাস্তার কাজে ধীর গতি ধুলা-বালিতে দুর্ভোগ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৪: ৪২
রাস্তার কাজে ধীর গতি ধুলা-বালিতে দুর্ভোগ

দ্বাড়িয়াকান্দি মহাসড়ক থেকে কুলিয়ারচর বাজার পর্যন্ত পাকা সড়কটির প্রশস্তকরণের কাজ চলছে ধীরগতিতে। এ কারণে এই পথে চলাচল করা যাত্রীদের পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ। এ ছাড়া দোয়ারিয়া সেতু ভেঙে নতুন সেতু তৈরি করার কাজ এখন বন্ধ রয়েছে।

এ কারণে যাত্রী ও চালকদের ভাঙা সেতুতেই ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। তা ছাড়া সড়কে ধুলাবালির জন্য যাত্রীরা পড়েন ভোগান্তিতে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত এই রাস্তার প্রশস্তকরণের কাজ ও নতুন সেতু নির্মাণকাজ শেষ করা হোক।

স্থানীয় প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, সেতু নির্মাণের কাজ সাময়িক বন্ধ থাকলেও, দ্বাড়িয়াকান্দি থেকে কুলিয়ারচর রাস্তাটির কাজ চলছে।

রহমান নামের স্থানীয় এক অটোচালক বলেন, ‘দুই বছর আগে এই রাস্তার কাজ করা হয়েছিল। এখন আবার সেতুর সঙ্গে রাস্তার কাজ করা হচ্ছে। সেতুর কাজ বন্ধ থাকলেও রাস্তার কাজ চলছে। ধুলাবালির জন্য এই রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের খুব কষ্ট হয়।’

প্রিয়া মণি নামের এক কলেজপড়ুয়া শিক্ষার্থী বলেন, ‘রাস্তার কাজ চলছে কচ্ছপের গতিতে। এই রাস্তার ধুলাবালির কারণে আমার শ্বাসকষ্টের সমস্যা হয়। ’

উপজেলা প্রকৌশলী এস আর এম জি কিবরিয়া বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। সবকিছু এখনো জানি না। খবর নিয়ে দেখছি ওই রাস্তা ও সেতুর কাজের কী অবস্থা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত