তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই ছেলে ও পুত্রবধূর হাতে মারধরের শিকার হয়েছেন সত্তরোর্ধ্ব হালিমা খাতুন। সন্তানের হাতে মারধরের বিচার চেয়ে থানায় মামলা করতে গেলে প্রাণনাশের হুমকি দিয়েছেন অভিযুক্তরা। তাই ভুক্তভোগী মা এ ঘটনার প্রতিবাদ করে সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল রোববার দুপুরে তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবে সাংবাদিকদের সামনে দুই ছেলে এবং পুত্রবধূর নির্যাতনের কথা তুলে ধরেন হালিমা খাতুন। তাঁর বাড়ি তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কলোনিপাড়া এলাকায়।
সংবাদ সম্মেলনে হালিমা বলেন, ‘আমার মেজো ছেলে আব্দুল হামিদ ও ছোট ছেলে হাবিবুল ইসলাম হাবিব এবং হামিদের স্ত্রী জান্নাত দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। তারা বিভিন্নভাবে আমার ওপর মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালিয়ে আসছে। এলাকার মানুষকে মাদকের বিষয়টি জানালে এবং অভিভাবক হিসেবে মাদক সেবন পরিহার করতে বলায় তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। মানসিক নির্যাতনও চালায়।’
হালিমা আরও বলেন, ‘গত সপ্তাহে আমার বড় বউমা ফাহমিদা আক্তারের মাথায় কোদাল দিয়ে আঘাত করে হামিদ ও হাবিব। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল থেকে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মাদকাসক্ত দুই ছেলে ও হামিদের স্ত্রী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এর কারণ জানতে চাইলে তারা ছুরি দিয়ে আমাকে মাথায় আঘাত করে। আমি মাটিতে লুটিয়ে পড়ি। এরপরও মেজো ছেলের বউ জান্নাত আমার ওপর নির্যাতন চালায়। এ সুযোগে তারা আমার ঘরে ঢুকে জমি বিক্রির ৬ লাখ ৪০ হাজার টাকা, আমার এবং বড় বউমার স্বর্ণ-গয়না নিয়ে যায়। আমার চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এলে তাদেরও হুমকি দেয়।’
অভিযুক্ত মেজো ছেলে আব্দুল হামিদ ও ছোট ছেলে হাবিবুল ইসলাম হাবিব হালিমাকে মারধর ও প্রাণনাশের হুমকির বিষয়টি অস্বীকার করেছেন।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই ছেলে ও পুত্রবধূর হাতে মারধরের শিকার হয়েছেন সত্তরোর্ধ্ব হালিমা খাতুন। সন্তানের হাতে মারধরের বিচার চেয়ে থানায় মামলা করতে গেলে প্রাণনাশের হুমকি দিয়েছেন অভিযুক্তরা। তাই ভুক্তভোগী মা এ ঘটনার প্রতিবাদ করে সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল রোববার দুপুরে তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবে সাংবাদিকদের সামনে দুই ছেলে এবং পুত্রবধূর নির্যাতনের কথা তুলে ধরেন হালিমা খাতুন। তাঁর বাড়ি তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কলোনিপাড়া এলাকায়।
সংবাদ সম্মেলনে হালিমা বলেন, ‘আমার মেজো ছেলে আব্দুল হামিদ ও ছোট ছেলে হাবিবুল ইসলাম হাবিব এবং হামিদের স্ত্রী জান্নাত দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। তারা বিভিন্নভাবে আমার ওপর মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালিয়ে আসছে। এলাকার মানুষকে মাদকের বিষয়টি জানালে এবং অভিভাবক হিসেবে মাদক সেবন পরিহার করতে বলায় তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। মানসিক নির্যাতনও চালায়।’
হালিমা আরও বলেন, ‘গত সপ্তাহে আমার বড় বউমা ফাহমিদা আক্তারের মাথায় কোদাল দিয়ে আঘাত করে হামিদ ও হাবিব। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল থেকে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মাদকাসক্ত দুই ছেলে ও হামিদের স্ত্রী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এর কারণ জানতে চাইলে তারা ছুরি দিয়ে আমাকে মাথায় আঘাত করে। আমি মাটিতে লুটিয়ে পড়ি। এরপরও মেজো ছেলের বউ জান্নাত আমার ওপর নির্যাতন চালায়। এ সুযোগে তারা আমার ঘরে ঢুকে জমি বিক্রির ৬ লাখ ৪০ হাজার টাকা, আমার এবং বড় বউমার স্বর্ণ-গয়না নিয়ে যায়। আমার চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এলে তাদেরও হুমকি দেয়।’
অভিযুক্ত মেজো ছেলে আব্দুল হামিদ ও ছোট ছেলে হাবিবুল ইসলাম হাবিব হালিমাকে মারধর ও প্রাণনাশের হুমকির বিষয়টি অস্বীকার করেছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪