Ajker Patrika

দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৪: ১১
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, বিক্ষোভ

কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহা হত্যার মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর পাথুরিয়াপাড়া এলাকায় মহানগর কৃষক লীগ ও স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে প্রথমে মানববন্ধন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া, স্থানীয় ব্যবসায়ী আবদুল জলির, নিহত কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের ছেলে সৈয়দ নাদিম, স্থানীয় বাসিন্দা শাহজাহান বিপ্লবী, ওয়ার্ড কৃষক লীগের আহ্বায়ক মো. শওকত উসমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে এই হত্যার পেছনের কারণ খুঁজে বের করে জনসম্মুখে প্রকাশ করতে হবে। এ ঘটনার মূল পরিকল্পনাকারী, অর্থ জোগানদাতা এবং আড়ালের লোকদের খুঁজে বের করতে হবে। হত্যায় জড়িত সব আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ করতে কেউ সাহস না পায়।

এ সময় স্থানীয় বাসিন্দারা বলেন, যদি কাউন্সিলর হত্যার হোতাদের খুঁজে বের করে গ্রেপ্তার করা না হয়, তবে এ ধরনের অপরাধ সমাজ থেকে নির্মূল হবে না। অপরাধীরা আরও সক্রিয় হয়ে উঠবে। তারা এর চেয়েও বড় ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে।

গত ২২ নভেম্বর বিকেলে নগরীর পাথুরিয়াপাড়া এলাকায় কাউন্সিলর সৈয়দ মো. সোহেল তাঁর ব্যক্তিগত কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ সন্ত্রাসীরা সেখানে হামলা করে কাউন্সিলর সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত