Ajker Patrika

বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৪: ১৫
বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নদী রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার দুপুরে উপজেলার বজরা ইউনিয়নবাসী এই মানববন্ধন করেন। তিস্তা নদীর ভাঙন থেকে রক্ষা পেতে সাদুয়া দামার হাট, বগলাকুড়া, সাতালস্কর ও পশ্চিম বজরা গ্রামে বাঁধ পুনর্নির্মাণের দাবি জানান এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন বজরা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব মোল্লা, আবুল কালাম আজাদ ও বিমল কুমার সাহা প্রমুখ।

বক্তারা বলেন প্রতি বছর বন্যায় বজরা ইউনিয়নের শত শত মানুষ বাড়ি ভিটা ও আবাদি জমি হারিয়ে নিঃস্ব হয়ে যান। দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধটি গত বছর বন্যায় ভেঙে যায়। এরপর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করার পরও ব্যবস্থা নেওয়া হয়নি। বৃষ্টি শুরু হলে এই এলাকায় ভাঙন বেড়ে যাবে। এ ছাড়া বাঁধ না থাকায় অল্প পানিতেই বন্যার সৃষ্টি হতে পারে।

তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত ওই এলাকায় একটি বাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত