Ajker Patrika

বাগাতিপাড়ায় ৪৮ ভোট কেন্দ্রের সরঞ্জাম বিতরণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৪: ০৫
বাগাতিপাড়ায় ৪৮ ভোট কেন্দ্রের সরঞ্জাম বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় পুলিশ, আনসার সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় ৪৮ ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম নিয়ে গেছেন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা। গতকাল শনিবার দুপুরে উপজেলার প্রশাসনিক নতুন ভবন থেকে এসব নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়।

নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স, অফিশিয়াল সিল, সাদা কাগজ, কার্বন কাগজ, অমোচনীয় কালি, আইকা, মোমবাতি, দেশলাই, স্ট্যাম্প প্যাড, চটের থলি, সুঁই, লোহারপাত, কলম, ছুরিসহ প্রায় ৪৪ রকমের সরঞ্জাম।

উল্লেখ্য, নিরাপত্তার স্বার্থে ভোটের দিন আজ রোববার সকালে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে ব্যালট পেপার।

নির্বাচনী সরঞ্জাম গ্রহণের পর কথা হয় বাগাতিপাড়া সদরের যোগীপাড়া কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়েরের সঙ্গে। তিনি বলেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় এসব সরঞ্জাম নির্বাচনী কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। এখন থেকে তাঁদের ওপর এ দায়িত্ব পড়ে গেল। সে লক্ষ্যে সারা রাত ভোটকেন্দ্রেই অবস্থান করতে হবে তাঁদের। ভোটাররা যেন সুন্দরভাবে ভোট দিতে পারেন, সেভাবে ভোটকেন্দ্র প্রস্তুত করা হবে। ভোটকেন্দ্র থেকেই প্রাথমিক ফল ঘোষণা করা হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত