আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় পাঁচটি ইউনিয়নের ২৭টি প্রকল্পের আওতায় অভ্যন্তরীণ ৮৬ কিলোমিটার খাল খননের প্রকল্প গত দুই যুগেও বাস্তবায়ন হয়নি। এতে সেচ সংকটে অনেক কৃষি জমি অনাবাদি রয়েছে। অভ্যন্তরীণ খালগুলো ভরাটের কারণে পানির তীব্র সংকটের কারণে চলতি বোরো মৌসুমে চাষ করা জমিতেও আশাতীত ফলন না হওয়ার আশঙ্কায় চরম হতাশ চাষিরা। পানি সংকটের মুখে জরুরিভাবে খালগুলো পুনঃখননের দাবি জানিয়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় জানান, সেচের জন্য খাল খননের প্রকল্পটি দাখিল করা হয়েছে অন্তত দুই যুগ আগে। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি।
ওই কর্মকর্তা আরও জানান, দাখিলকৃত প্রকল্পের মধ্যে উপজেলার রাজিহার ইউনিয়নে মোট ২২কিমি খালের মধ্যে রয়েছে বাশাইল গ্রামের মতিউর রহমানের সমিল থেকে ছোট বাশাইল-গোয়াইল-ছোট ডুমুরিয়া পর্যন্ত ৮কিমি। একই এলাকায় কামাল সরদারের বাড়ি থেকে হায়াতুল্লাহ ফলিয়ার বাড়ি পর্যন্ত দেড় কিমি। দক্ষিণ বাহাদুরপুর থেকে মাগুরা ছাদেক বেপারীর বাড়ি পর্যন্ত ৩কিমি। বাহাদুরপুর রেজিঃ প্রাঃ বিদ্যালয় থেকে বটু বকুলার বাড়ি পর্যন্ত দেড় কিমি। রামানন্দের আঁক স্কুল থেকে ক্লাব বাড়ি পর্যন্ত আড়াই কিমি। বাশাইল খন্দকার বাড়ির ব্রিজ থেকে চেংগুটিয়া ঢালীবাড়ী মসজিদ পর্যন্ত আড়াই কিমি। রাজিহার জোড়া ব্রিজ থেকে কুমার ভাঙা পর্যন্ত ৩ কিলোমিটারসহ ২২কিমি খাল খনন জরুরি হয়ে পড়েছে।
বাকাল ইউনিয়নে শুকিয়ে যাওয়া খালের পরিমাণ ১৭কিমি। এর মধ্যে ১নম্বর ব্রিজ থেকে আদাবাড়ী পর্যন্ত দেড় কিমি কোদালধোয়া থেকে বড়মগরা পর্যন্ত ২ কিমি। কোদালধোয়া থেকে ফেনাবাড়ী পর্যন্ত ২ কিমি। কোদালধোয়া শিমুলবাড়ি পর্যন্ত দেড় কিমি। বাকাল ১নম্বর ব্রিজ থেকে কোদালধোয়া পর্যন্ত ৪ কিমি। বাকাল হাট থেকে আমবাড়ী পর্যন্ত ২ কিমি ও রাজিহার বাজার থেকে বাকাল হাট পর্যন্ত ৪কিমিসহ ১৭কিমি খাল পুনঃখননের জন্য নির্ধারণ করা হয়েছে।
একইভাবে গৈলা ইউনিয়নে ২৫ কিমি খালে পানি সরবরাহ না থাকায় পুনঃখনন দরকার।
রাজিহার গ্রামের শাহআলম মোল্লা জানান, তার এলাকার মতো অনেক ইরি ব্লকের জমি এ বছর পানির অভাবে চাষ করতে পারছে না কৃষকেরা। তার ওপর ধানের বাজার মূল্য কম থাকায়ও জমি চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক।
বরিশালের আগৈলঝাড়ায় পাঁচটি ইউনিয়নের ২৭টি প্রকল্পের আওতায় অভ্যন্তরীণ ৮৬ কিলোমিটার খাল খননের প্রকল্প গত দুই যুগেও বাস্তবায়ন হয়নি। এতে সেচ সংকটে অনেক কৃষি জমি অনাবাদি রয়েছে। অভ্যন্তরীণ খালগুলো ভরাটের কারণে পানির তীব্র সংকটের কারণে চলতি বোরো মৌসুমে চাষ করা জমিতেও আশাতীত ফলন না হওয়ার আশঙ্কায় চরম হতাশ চাষিরা। পানি সংকটের মুখে জরুরিভাবে খালগুলো পুনঃখননের দাবি জানিয়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় জানান, সেচের জন্য খাল খননের প্রকল্পটি দাখিল করা হয়েছে অন্তত দুই যুগ আগে। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি।
ওই কর্মকর্তা আরও জানান, দাখিলকৃত প্রকল্পের মধ্যে উপজেলার রাজিহার ইউনিয়নে মোট ২২কিমি খালের মধ্যে রয়েছে বাশাইল গ্রামের মতিউর রহমানের সমিল থেকে ছোট বাশাইল-গোয়াইল-ছোট ডুমুরিয়া পর্যন্ত ৮কিমি। একই এলাকায় কামাল সরদারের বাড়ি থেকে হায়াতুল্লাহ ফলিয়ার বাড়ি পর্যন্ত দেড় কিমি। দক্ষিণ বাহাদুরপুর থেকে মাগুরা ছাদেক বেপারীর বাড়ি পর্যন্ত ৩কিমি। বাহাদুরপুর রেজিঃ প্রাঃ বিদ্যালয় থেকে বটু বকুলার বাড়ি পর্যন্ত দেড় কিমি। রামানন্দের আঁক স্কুল থেকে ক্লাব বাড়ি পর্যন্ত আড়াই কিমি। বাশাইল খন্দকার বাড়ির ব্রিজ থেকে চেংগুটিয়া ঢালীবাড়ী মসজিদ পর্যন্ত আড়াই কিমি। রাজিহার জোড়া ব্রিজ থেকে কুমার ভাঙা পর্যন্ত ৩ কিলোমিটারসহ ২২কিমি খাল খনন জরুরি হয়ে পড়েছে।
বাকাল ইউনিয়নে শুকিয়ে যাওয়া খালের পরিমাণ ১৭কিমি। এর মধ্যে ১নম্বর ব্রিজ থেকে আদাবাড়ী পর্যন্ত দেড় কিমি কোদালধোয়া থেকে বড়মগরা পর্যন্ত ২ কিমি। কোদালধোয়া থেকে ফেনাবাড়ী পর্যন্ত ২ কিমি। কোদালধোয়া শিমুলবাড়ি পর্যন্ত দেড় কিমি। বাকাল ১নম্বর ব্রিজ থেকে কোদালধোয়া পর্যন্ত ৪ কিমি। বাকাল হাট থেকে আমবাড়ী পর্যন্ত ২ কিমি ও রাজিহার বাজার থেকে বাকাল হাট পর্যন্ত ৪কিমিসহ ১৭কিমি খাল পুনঃখননের জন্য নির্ধারণ করা হয়েছে।
একইভাবে গৈলা ইউনিয়নে ২৫ কিমি খালে পানি সরবরাহ না থাকায় পুনঃখনন দরকার।
রাজিহার গ্রামের শাহআলম মোল্লা জানান, তার এলাকার মতো অনেক ইরি ব্লকের জমি এ বছর পানির অভাবে চাষ করতে পারছে না কৃষকেরা। তার ওপর ধানের বাজার মূল্য কম থাকায়ও জমি চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫