Ajker Patrika

বান্দরবান আইনজীবী সমিতির নির্বাচন পরশু

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১০: ১৮
বান্দরবান আইনজীবী সমিতির নির্বাচন পরশু

বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী রোববার। নির্বাচনে ১১টি পদের মধ্যে ৩টিতে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৮টি পদের জন্য ১৬ জন প্রার্থী রয়েছেন।

জানা গেছে, নির্বাচনে ৩টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এগুলো হলো আওয়ামী লীগ সমর্থিত, সমমনা বা সর্বদলীয় ও স্বতন্ত্র আইনজীবী প্যানেল।

অ্যাডভোকেট স্বপন কুমার চৌধুরীকে প্রধান করে ৩ জনের একটি নির্বাচনী কর্মকর্তা প্যানেল গঠন করা হয়েছে। অন্য দুজন হলেন অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ও উমেচিং।

প্রধান নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন, রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বান্দরবান জজ কোর্ট সংলগ্ন আইনজীবী সমিতি ভবনের চতুর্থ তলায় সম্মেলন কক্ষে ভোট অনুষ্ঠিত হবে।

এদিকে অ্যাডভোকেট সাদেকুল মওলা সহসভাপতি, শামসুল হক রনি অর্থ সম্পাদক ও তৌহিদুল ইসলাম তথ্যপ্রযুক্তি (আইটি) সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে অ্যাডভোকেট ইকবাল করিম সভাপতি ও এমদাদ উল্লাহ সাধারণ সম্পাদক, সমমনা প্যানেলে অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম সভাপতি ও মো. খলিল সাধারণ সম্পাদক এবং স্বতন্ত্র প্যানেলে অ্যাডভোকেট ইলিয়াছুর রহমান সভাপতি ও মোরশেদুল ইসলাম সাধারণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া সহসাধারণ সম্পাদক, পাঠাগার সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে একাধিক প্রার্থী আছেন। তা ছাড়া ৩টি নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন।

জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আবু তালেব বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হলেও সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। সবাই আইনজীবীদের পেশাগত ও কাজের পরিবেশ সুন্দর রাখার জন্য কাজ করবেন। তাই সমিতির নির্বাচন হবে উৎসবমুখর ও একটি দৃষ্টান্ত সৃষ্টিকারী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত