Ajker Patrika

২৩ জনকে জরিমানা জব্দ ১০ মোটরসাইকেল

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১০: ১৯
২৩ জনকে জরিমানা জব্দ ১০ মোটরসাইকেল

পিরোজপুর সদর উপজেলার পৌর শহরে সড়ক পরিবহন আইন অমান্য করায় গতকাল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩ জনকে জরিমানা করা হয়েছে। এ সময় ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়।

ট্রাফিক পুলিশ সূত্র জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মোটরসাইকেল চালককে হেলমেট পড়া ও অতিরিক্ত যাত্রী বহন না করার জন্য দিনব্যাপী এ অভিযান চালানো হয়। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী হেলমেট বিহীন গাড়ি চালানো ও অতিরিক্ত যাত্রী নিয়ে গাড়ি চালানো অপরাধে ২৩ জনকে মামলা দিয়ে জরিমানা করা হয়। এ ছাড়া নিবন্ধনের কাগজ না থাকার অভিযোগে ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় হেলমেট বিহীন প্রায় শতাধিক চালককে হেলমেট কিনে এনে গাড়ি নিতে হয়।

অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, ‘সড়ক পরিবহন আইন মেনে গাড়ি ও মোটরসাইকেল চালাতে হবে। আমরা পলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান স্যারের নির্দেশে শহরের কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে ২৩টি মামলা দিয়ে জরিমানা করি। এ সময় ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে না চললে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ মো. মাসুদুজ্জামান মিলু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত