Ajker Patrika

সড়কের পাশে ময়লার স্তূপ দুর্গন্ধে নাক চেপে পথচলা

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২২, ১১: ২০
সড়কের পাশে ময়লার স্তূপ দুর্গন্ধে নাক চেপে পথচলা

বান্দরবানের আলীকদম বাজার থেকে উপজেলা সদরে যাওয়ার সড়কের পাশে অবাধে ফেলা হচ্ছে বাজারের ময়লা-আবর্জনা। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে চলাচলকারীদের। দুর্গন্ধে মুখ ঢেকে রাস্তা চলতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসী ও পথচারীদের।

গত শনিবার সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে ফেলা হচ্ছে আলীকদম বাজারের বিভিন্ন বর্জ্য। বৃষ্টি হলে ময়লা-আবর্জনা চলে আসে সড়কের ওপর। বৃষ্টিতে ধুয়ে ময়লা গিয়ে মিশছে পাশের মাতামুহুরি নদীতে। এতে নদী দূষণ প্রবল হচ্ছে। চারপাশে দুর্গন্ধময় পরিবেশ। সাধারণ পথচারী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের নাক চেপে ধরে সড়কের ওই অংশ পার হতে দেখা যায়। সদর হিন্দুপাড়ার দুই শতাধিক মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন।

সদর হিন্দুপাড়ার বাসিন্দা বিকাশ কর্মকার আজকের পত্রিকাকে বলেন, দুর্গন্ধযুক্ত বাতাসে বাড়িতে টেকা যায় না। এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার বলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে কথা হলে আলীকদম সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাছির উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘এই জায়গাটিতে ময়লা না ফেলার জন্য গত বছর উপজেলা প্রশাসন সাইনবোর্ড টাঙিয়ে সতর্ক করে। কে বা কারা সেই সাইনবোর্ড নষ্ট করে ফেল। স্থায়ীভাবে ময়লা ফেলার জায়গা না থাকায় ওই স্থানে ময়লা ফেলতে হচ্ছে।’

শনিবার বেলা একটার দিকে আলীকদম বাজারের একজন পরিচ্ছন্নতাকর্মীকে ভ্যানে করা ময়লা রাস্তার পাশে ফেলতে দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বাজার কমিটির নির্দেশে ময়লা ফেলছেন।

আলীকদম বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কায়েস উদ্দীনের সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আলীকদমে ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্ধারিত কোনো স্থান নেই। বিকল্প ব্যবস্থা না থাকায় রাস্তার পাশে ময়লা ফেলতে হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত