Ajker Patrika

দুই শিক্ষকের জরিমানা বহিষ্কার ২ শিক্ষার্থী

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৫: ৫৭
দুই শিক্ষকের জরিমানা বহিষ্কার ২ শিক্ষার্থী

পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার ও দুই শিক্ষককে জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম উপজেলা সদরে কেন্দ্র পরিদর্শনের সময় এই পদক্ষেপ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫৯ পরীক্ষার্থী তিনটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজ কেন্দ্রে দুই শিক্ষার্থীকে বহিষ্কারের পাশাপাশি দুই শিক্ষককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

কেন্দ্রসচিব ও পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, যে শিক্ষকদের জরিমানা করা হয়েছে তাঁরা নন-এমপিও।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম বলেন, পরীক্ষার হলে কর্তব্যরত দুই শিক্ষকের উপস্থিতিতে অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার এবং পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী দুই শিক্ষকের জরিমানা করা হয়।

খাইরুল ইসলাম জানান, পরীক্ষা কেন্দ্রের সচিব শুধুমাত্র বাটন থাকা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। অথচ অনেক পরীক্ষার্থী অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে ঢুকেছে। এটি অপরাধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত