Ajker Patrika

পাওনা টাকা চাওয়ায় মারধর

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১২: ৪৪
পাওনা টাকা চাওয়ায়  মারধর

মঠবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় শহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে মারধর ও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শহিদুল গত সোমবার মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। তিনি উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের বাসিন্দা এবং ১৩৩ নম্বর পশ্চিম সেনের টিকিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।

মামলার আরজি সূত্রে জানা গেছে, পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের চৌমুহনী নতুন বাজারে শহিদুল সার ও ওষুধের ব্যবসা করে আসছেন। তাঁর দোকান থেকে একই এলাকার মহারাজ আকন দীর্ঘদিন ধরে সার ও ওষুধ কেনাকাটা করেন। এতে মহারাজ আকনের কাছে ১ হাজার ৩৩৯ টাকা পাওনা। কিন্তু এ টাকা তিনি দীর্ঘদিন ধরে পরিশোধ করছেন না। গত রোববার দুপুরে ওই টাকা চাইতে গেলে মহারাজ ক্ষুব্ধ হয়ে শহিদুলকে মারধর শুরু করেন। একপর্যায়ে মহারাজ আকনের ছেলে মুন্না আকন এসেও শহিদুলকে মারধর ও দোকানে ভাঙচুর চালান। দোকানের ক্যাশ বাক্সে থাকা প্রায় দেড় লাখ টাকা মুন্না ছিনিয়ে নিয়ে যান। আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

এ ব্যাপারে তাঁর বক্তব্য জানার জন্য মহারাজ আকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হক বলেন, ‘এখনো মামলার কপি হাতে পাইনি। কপি পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত