Ajker Patrika

‘নাগা মরিচ’ চাষে ঝুঁকছে চরফ্যাশনের কৃষকেরা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০৩
‘নাগা মরিচ’ চাষে ঝুঁকছে চরফ্যাশনের কৃষকেরা

দেশে বিভিন্ন জাতের প্রচলিত মরিচের মধ্যে বেশ জনপ্রিয় একটি মরিচের নাম হলো ‘নাগা মরিচ’। তবে অঞ্চল ভেদে নাগা মরিচের ভিন্ন নাম রয়েছে। সেই নামগুলো হলো বোম্বাই মরিচ, ফোটকা মরিচ।

চলতি মৌসুমে চরফ্যাশন উপজেলার কৃষকেরা অন্য ফসলের পাশাপাশি নাগা মরিচ চাষে ঝুঁকছেন। লাভজনক হওয়ায় ছোট-বড় অনেক চাষি এখন নাগা মরিচের চাষ করেন।

উপজেলা কৃষি কার্যালয়ের তথ্যমতে, চরফ্যাশন উপজেলায় উপজেলায় ৮৫ হাজার ১৯২ হেক্টর আবাদি জমি ও ৩ হাজার ৩৩৭ হেক্টর অনাবাদি জমি রয়েছে। আবাদি জমির মধ্যে ১০ হাজার ১২০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। এ ছাড়া অন্যান্য সবজিসহ ধান চাষ হয়েছে ৭৫ হাজার ৭২ হেক্টর জমিতে।

জিন্নাগর ইউনিয়নের চক বাজার এলাকার কৃষক মো. আবদুর রহিম (৩০) বলেন, ‘চার হাজার টাকার বোম্বাই মরিচের বীজ কিনে বীজতলায় বপন করেছি। এরপর প্রায় ২০ হাজার টাকার চারা বিক্রি করেছি এবং বাকি চারা অন্য সবজির পাশাপাশি ১২০ শতাংশ জমিতে চাষ করেছি। বোম্বাই মরিচের চাষ করে চারবার তোলায় প্রায় ৮০ হাজার টাকার মরিচ বিক্রি করেছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন বলেন, ‘উর্বর দো-আঁশ মাটি নাগা মরিচ চাষাবাদের জন্য উপযোগী। মরিচ শীত ও গ্রীষ্ম মৌসুমে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা যায়। উপজেলায় রবি মৌসুমে ১০ হাজার ১২০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। চর মাদ্রাজ, জাহানপুর, চর মনিকা, নীলকমল ও রসুলপুর ইউনিয়নে মরিচের চাষ বেশি হয়। মরিচ চাষে খরচ কম লাভ বেশি হওয়ায় কৃষকদের মরিচ চাষে আগ্রহ বেশি। কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের নানা রকম সহায়তা দিয়ে যাচ্ছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ