Ajker Patrika

নগরে দুই ওষুধ কোম্পানিকে জরিমানা

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১২: ৫৪
নগরে দুই ওষুধ কোম্পানিকে জরিমানা

বরিশাল নগরীর গোরস্থান রোড এলাকায় অনুমতি ছাড়া ওষুধ মজুত ও যথাযথভাবে সংরক্ষণ না করার কারণে গত মঙ্গলবার ২টি ওষুধ কোম্পানির কাছ থেকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে ওষুধ কোম্পানি এপেক্স ফার্মা লিমিটেডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে এস্ট্রা বায়োফার্মা লিমিটেড নামের অপর এক ওষুধ কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ওষুধ প্রশাসনের বরিশালের তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলালের কাছে এ ব্যাপারে জানতে চাইলে বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এতে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত