Ajker Patrika

জেলা চেয়ারম্যান হলেন যাঁরা

আজকের পত্রিকা ডেস্ক
জেলা চেয়ারম্যান হলেন যাঁরা

কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে গতকাল শনিবার উপনির্বাচনে ভোট নেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোট নেওয়া হয়। স্থানীয় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা এতে ভোট দেন।

কুড়িগ্রাম: জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম ওবায়দুর রহমান জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ৫২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাফর আলী পেয়েছেন ৪৬৮ ভোট। জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান। সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আশায় তিনি পদত্যাগ করছিলেন। কিন্তু আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছিল। এখন তিনি পুরোনো পদেও ফিরতে পারলেন না।

সিরাজগঞ্জ: শামীম তালুকদার লাবুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছেন। তিনি জিপগাড়ি প্রতীকে ৬৩৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মকবুল হোসেন মুকুল পেয়েছেন ৫০৬ ভোট। শামীম সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা তালুকদার হেনরীর স্বামী।

হবিগঞ্জ: আনারস প্রতীকে ৫৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন আলেয়া আক্তার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী পেয়েছেন ৫০১ ভোট। আলেয়া হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবু জাহিরের স্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়া: ঘোড়া প্রতীকের বিল্লাল মিয়া ৭৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর কোনো রাজনৈতিক পদ-পদবি নেই। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন পেয়েছেন ৪৯০ ভোট। 
অন্যদিকে ঠাকুরগাঁওয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল। গতকাল জেলা নির্বাচন অফিস থেকে এ তথ্য জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত