Ajker Patrika

বিভাগীয় প্রধানের অপসারণ দাবি

রংপুর প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১২: ৫৬
বিভাগীয় প্রধানের অপসারণ দাবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের প্রধান জনি পারভীনের বিরুদ্ধে দায়িত্বহীন, স্বেচ্ছাচারিতা, হয়রানি, অসৌজন্যমূলক আচরণ, ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ এনে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রোববার সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। জনি পারভীনকে বিভাগীয় প্রধান পদ থেকে অপসারণ না করা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তাঁরা।

আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা জানান, জনি পারভীন বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করার পর থেকে অবৈধভাবে অনুপস্থিত থেকেছেন। তিনি যখন বিভাগে অনুপস্থিত থাকেন তখন তিনি জ্যেষ্ঠতার ভিত্তিতে কাউকে দায়িত্ব দেন না। এ কারণে বিভাগ নানা সমস্যায় ভুগছে। এমনকি দীর্ঘ এক বছর সাত মাস বিভাগে কোনো একাডেমিক কমিটির সভা করেননি। এ কারণে দীর্ঘ সেশনজটে শিক্ষার্থীরা চরম ক্ষতির মুখে পড়েছেন।

এ বিষয়ে কথা হলে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জনি পারভীন আজকের পত্রিকাকে বলেন, ‘যাঁরা অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, শিক্ষার্থীদের রেজাল্ট না দিয়ে আটকিয়ে রেখেছে, তিনটি একাডেমিক মিটিংয়ে আসেননি, তাঁরাই আজ আন্দোলন করছেন। আমি বিষয়টি ভিসি (উপাচার্য) স্যারকে জানিয়েছি। তাঁদের এ অন্যায় মেনে নেওয়া যায় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত