Ajker Patrika

মা-বাবার কাছে ফিরতে চায় রাসেল

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৮
মা-বাবার কাছে ফিরতে চায় রাসেল

শিশু রাসেল ফিরে যেতে চায় তার মা-বাবার কাছে। সে তার দাদার সঙ্গে ঢাকা শহরে ঘুরতে এসে হারিয়ে যায়।

শিশু রাসেল এখন মাদারীপুরের রাজৈর উপজেলার আম গ্রামের মটবাড়ি গ্রামের আজিজুল ব্যাপারীর বাড়িতে রয়েছে।

শিশু রাসেল গত শনিবার তার দাদা আবু বাশার শেখের সঙ্গে ঢাকায় ঘুরতে যায়। সেখানে সে হারিয়ে যায়। ঢাকার বাবু বাজার এলাকায় বসে শিশু রাসেল কান্নাকাটি করছিল, পরে ঢাকা মাদারীপুর চন্দ্র গাড়ির এক সুপারভাইজার তাকে নিয়ে আসেন। যাচাই-বাছাই করে ছেলেটিকে তার সঠিক ঠিকানা পৌঁছে দেওয়ার জন্য আজিজুল ব্যাপারীর হাতে তুলে দেন।

শিশু রাসেল শেখ জানান, তার বাবার নাম আলামিন, মায়ের নাম তানিয়া, দাদার নাম আবু বাশার। সে আলী হাসান একাডেমি নামের একটি কেজি স্কুলে পড়াশোনা করে।

আজিজুল ব্যাপারী জানান, খোঁজাখুঁজি করে তার স্বজনকে না পেয়ে আমার বাড়ি নিয়ে আসি।

রাজৈর সমাজসেবা কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘আমরা চেষ্টা করব শিশুটির বাবা মাকে খুঁজে বের করতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত