Ajker Patrika

মা-বাবার কাছে ফিরতে চায় রাসেল

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৮
মা-বাবার কাছে ফিরতে চায় রাসেল

শিশু রাসেল ফিরে যেতে চায় তার মা-বাবার কাছে। সে তার দাদার সঙ্গে ঢাকা শহরে ঘুরতে এসে হারিয়ে যায়।

শিশু রাসেল এখন মাদারীপুরের রাজৈর উপজেলার আম গ্রামের মটবাড়ি গ্রামের আজিজুল ব্যাপারীর বাড়িতে রয়েছে।

শিশু রাসেল গত শনিবার তার দাদা আবু বাশার শেখের সঙ্গে ঢাকায় ঘুরতে যায়। সেখানে সে হারিয়ে যায়। ঢাকার বাবু বাজার এলাকায় বসে শিশু রাসেল কান্নাকাটি করছিল, পরে ঢাকা মাদারীপুর চন্দ্র গাড়ির এক সুপারভাইজার তাকে নিয়ে আসেন। যাচাই-বাছাই করে ছেলেটিকে তার সঠিক ঠিকানা পৌঁছে দেওয়ার জন্য আজিজুল ব্যাপারীর হাতে তুলে দেন।

শিশু রাসেল শেখ জানান, তার বাবার নাম আলামিন, মায়ের নাম তানিয়া, দাদার নাম আবু বাশার। সে আলী হাসান একাডেমি নামের একটি কেজি স্কুলে পড়াশোনা করে।

আজিজুল ব্যাপারী জানান, খোঁজাখুঁজি করে তার স্বজনকে না পেয়ে আমার বাড়ি নিয়ে আসি।

রাজৈর সমাজসেবা কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘আমরা চেষ্টা করব শিশুটির বাবা মাকে খুঁজে বের করতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ-আদানি

‘সাকিবের পোস্টার স্টেডিয়ামে ঢুকবে কি না, বিসিবির ডিসিপ্লিনারি কমিটি দেখবে’

দলীয় মনোনয়ন পছন্দ না হওয়ায় বিশৃঙ্খলা, বিএনপির ৪ নেতা বহিষ্কার

আজকের রাশিফল: ছবি পোস্ট করার আগে সাতবার ভাবুন, জ্ঞানের কথা চেপে রাখুন

জোটেই ভোট করবে জামায়াত, চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগির

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ