Ajker Patrika

সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা

মুলাদী প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৩: ১১
সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা

বরিশালের মুলাদীর বাটামারা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুষ্ঠু ভোট নিয়ে ভোটারদের মাঝে শঙ্কা দেখা দিয়েছে। ১০টি নির্বাচন কেন্দ্রের সবগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় ভোটের পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সেখানকার অনেক ভোটার।

এ ছাড়া পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি ও গোসাইরহাট উপজেলার ইউনিয়নগুলোর নির্বাচন সম্পন্ন হয়েছে। ওই এলাকা থেকে বহিরাগতরা নির্বাচনের সময় বাটামারা ইউপিতে এসে ভোটের পরিবেশ অশান্ত করতে পারে বলেও মনে করছেন তাঁরা।

জানা গেছে, নদীর কারণে বাটামারা ইউনিয়ন উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন। এই ইউপিতে ইতিমধ্যে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সাধারণ ওয়ার্ডে ৩১জন সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডে ১১জন নারী সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এলাকায় বহিরাগতদের আনাগোনায় ভোট কেন্দ্রগুলো বেশি ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ইউপির প্রবীণ ভোটার হামেদ আলী জানান, ‘নির্বাচন এলেই ভয় হয়। নির্বাচনের আগে পরে সহিংসতায় হতাহত হয়।’

বাটামারা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার জানান, ‘পাশের উপজেলায় নির্বাচন হয়ে গেছে। সব ইউপিতে একসঙ্গে নির্বাচন হলে সংঘাতের আশঙ্কা কম ছিল।’ বাটামারা ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান সালাহ উদ্দীন অশ্রু জানান, বেশ কিছু ভোটকেন্দ্র বেশি ঝুঁকিপূর্ণ। এতে ভোটকেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার শঙ্কা রয়েছে।

বাটামারা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাস্টার শহীদুল ইসলাম বলেন, কিছু কেন্দ্রে নজরদারি বাড়াতে হবে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাকসুদুর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যের নজরদারি থাকবে। কেউ নাশকতার চেষ্টা করতে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত