Ajker Patrika

পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৬

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩: ৫২
পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৬

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ এলাকায় পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীর (নৌকা ও চশমা) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার আমুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এতে ছয়জন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন, আমুয়াকান্দা গ্রামের মোহন মোল্লা (৪৫), রুমা বেগম (৪৭), নৌকার প্রধান এজেন্ট নূরুল ইসলাম (৬০), একই গ্রামের মজলু ব্যাপারী, সোলায়মান প্রধান, শাহজাহান জমাদার (৫৫), সোলায়মান জমাদার (৫০)।

তবে তাদের মধ্যে শাহজাহান জমাদার চশমা প্রতীকের কর্মী বলে জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে নূরল ইসলাম, মোহন মোল্লা ও রুমা বেগমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক জাবেদ ইকবাল তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এতে বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থী আবুবকর সিদ্দিক খোকন ঘোড়া প্রতীক জয়ী হয়। আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হাবিবা ইসলাম সিফাত, স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দীন সোহেল আনারস ও জসিম উদ্দিন জমাদার চশমা প্রতীক পরাজিত হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এ সংঘর্ষের সূত্রপাত।

এ বিষয়ে সুলতানাবাদ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন বলেন, ‘এই সংঘর্ষে আমার কোনো হাত নেই। আমার কোনো কর্মীও এই ঘটনার সঙ্গে জড়িত নেই।’

এ বিষয়ে চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায় বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে পুলিশ মাঠে কাজ করছে। সুলতানাবাদে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে বিষয়টি পারিবারিক অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত