Ajker Patrika

সড়কে যত্রতত্র নষ্ট গাড়ি পার্কিং, দুর্ঘটনার ঝুঁকি

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২২, ১১: ২৭
সড়কে যত্রতত্র নষ্ট গাড়ি পার্কিং, দুর্ঘটনার ঝুঁকি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা মেঘনা ঘাট বাজারের সড়কটি এমনিতেই খানাখন্দে ভরা। বাজারে প্রবেশপথে হাইওয়ে পুলিশের ডাম্পিং এলাকা। তবে সড়কেই যত্রতত্র পার্ক করা হয় নষ্ট গাড়ি। এতে এ পথে চলাচল করা চালক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে তেতৈতলা মেঘনা ঘাট বাজারে যেতে (আল আমিন মাদ্রাসাসংলগ্ন) সড়কের পাশে হাইওয়ে পুলিশের ডাম্পিং এরিয়া। এখানে মহাসড়কে দুর্ঘটনায় পড়া এবং বিভিন্ন কারণে জব্দ করা গাড়ি রাখা হয়। যত্রতত্র নষ্ট গাড়িগুলো এরিয়ার বাইরে সড়কে পার্ক করে রাখায় এ পথে যাতায়াত করা মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সড়ক দিয়ে তেতৈতলা, ছোট রায়পাড়াসহ আশপাশের একাধিক গ্রামের মানুষ যাতায়াত করে। এ ছাড়া কনকর্ড, আনোয়ার সিমেন্ট, আব্দুল মোনেম অটো বিক্স লিমিটেড, আব্দুল মোনেম রেডিমিক্স লিমিটেডের গাড়ি এবং মেঘনা ঘাট বাজার থেকে বিভিন্ন ইট, বালু ও পাথরবোঝাই গাড়ি যাতায়াত করে। ব্যস্ত এই সড়কের পাশে এভাবে নষ্ট গাড়ি পার্ক করে রাখায় সৃষ্টি হচ্ছে যানজট, সেই সঙ্গে সড়কে খানাখন্দের কারণে বেড়েছে দুর্ভোগ।

এ পথে চলাচল করা তেতৈতলা গ্রামের মোহাম্মদ আলী জানান, সড়কটি দিয়ে এমনিতেই খানাখন্দের কারণে চলতে কষ্ট হয়। নতুন করে রাস্তার অর্ধেক জায়গা দখল করে নষ্ট গাড়িগুলো পার্ক করে রাখায় স্থানীয়দের যাতায়াতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়।

স্থানীয় ইউপি সদস্য ও বালুয়াকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রিটু প্রধান বলেন, মেঘনা ঘাট বাজারের সড়কটি ব্যবসায়িক কারণেই ব্যস্ততম। এ সড়ক দিয়ে তেতৈতলাসহ আশপাশের গ্রামের শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াত করে। এভাবে নষ্ট গাড়ি ফেলে রাখায় দুর্ঘটনা ঘটতে পারে।

ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান এ বিষয়ে বলেন, খুব দ্রুতই গাড়িগুলো এরিয়ায় ভেতরে রাখার জন্য নির্দেশ দিয়েছি। আশা করি, দু-এক দিনের মধ্যে রাস্তাটি পরিষ্কার হয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত